'টুথপেস্ট টিউব'-এর সাথে তুলনা! মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড়

H-1B Visa Fees : প্রাক্তন কূটনীতিক মহেশ সচদেব মার্কিন প্রশাসনের H-1B ভিসা স্পনসরশিপ ফি ১ লক্ষ ডলারে ধার্য করার সিদ্ধান্তকে 'তাড়াহুড়ো এবং খারাপভাবে বাস্তবায়িত' বলে আখ্যা দিয়েছেন।

Share this Video

H-1B Visa Fees : প্রাক্তন কূটনীতিক মহেশ সচদেব মার্কিন প্রশাসনের H-1B ভিসা স্পনসরশিপ ফি ১ লক্ষ ডলারে ধার্য করার সিদ্ধান্তকে 'তাড়াহুড়ো এবং খারাপভাবে বাস্তবায়িত' বলে আখ্যা দিয়েছেন। পরে আংশিকভাবে প্রত্যাহার করা হলেও তিনি একে 'টুথপেস্ট টিউবে ফিরিয়ে আনার চেষ্টা' বলে কটাক্ষ করেন। সচদেব সতর্ক করে দেন, সংশোধিত নিয়ম শুধু নতুন আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হলেও এই সিদ্ধান্ত দক্ষ ভারতীয় পেশাদারদের অবাধ প্রবাহে প্রভাব ফেলতে পারে।

Related Video