সংক্ষিপ্ত
- ২১ অক্টোবর হরিয়ানার বিধানসভা ভোট
- তার আগে প্রার্থীপদ নিয়ে ক্ষোভ কংগ্রেসে
- দল নির্ধারিত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দাঁড়িয়েছেন ১৬ জন নেতা
- তাঁদের বহিষ্কার করলেন হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতি কুমারী শেলজা
হাতে আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে। ২১ অক্টোবরই রাজ্য়ের বিধানসভা ভোট। তার আগে তীব্র ডামাডোল চলছে হরিয়ানা কংগ্রেসে। পার্টির নির্ধারিত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভোটে দাঁড়ডানোর জন্য ১৬ জন নেতাকে বহিষ্কার করলেন হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপচি কুমারী শেলজা।
এক বিবৃতিতে জানানো হয়েছে, পার্টির নির্ধারিত প্রার্থীদের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোয় কংগ্রেসের সংবিধান লঙ্ঘন করেছেন ওই নেতারা। এর জন্যই প্রদেশ কংগ্রেস কমিটি তাদের আগামী ছয় বছরের জন্য পার্টির একেবারে সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করেছে।
এই বহিষ্কৃত নেতাদের মধ্যে হরিয়ানার বহু পরিচিত কংগ্রেসী নেতা আছেন। এঁদের মধ্যে রয়েছেন, প্রাক্তন মন্ত্রী নির্মল সিং, হরিয়ানা বিধানসবার প্রাক্তন স্পিকার আজাদ মহম্মদ, প্রাক্তন চিফ পার্লামেন্টারি সেক্রেটারি জিলে রাম শর্মার মতো হেভিওয়েটরাও।