সংক্ষিপ্ত

উত্তর ভারতে শীতকালে ঘন কুয়াশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্মন্ত্য সিং চৌতালাও কুয়াশায় জন্যদুর্ঘটনার কবলে পড়লেন।

হিসার থেকে সিরসা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্মন্ত্য সিং চৌতালার গাড়ি। তাঁর কনভয়েই থাকা পুলিশের একটি গাড়ির সঙ্গে চৌতালার গাড়ির ধাক্কা লাগে। চৌতালার চোট লাগেনি, তবে তাঁর কনভয়ে থাকা এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। যদিও তাঁর আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে ঘন কুয়াশার জন্যই এই দুর্ঘটনা ঘটে। সিরসা যাওয়ার পথে আগরোহা অঞ্চলে বিএসএফ ক্যাম্প পেরিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই দুর্ঘটনার কবলে পড়ে হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রীর গাড়ি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারেই কমে গিয়েছিল। সেই সময় চৌতালার গাড়ির আগে থাকা রাজ্য পুলিশের একটি গাড়ি আচমকা থেমে যায়। চৌতালার গাড়ির চালক সেটা অনুমান করতে পারেননি। এর ফলেই ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় গাড়িটির সামান্য ক্ষতি হয়। গাড়িটি বদলে দেওয়া হয়েছে। চৌতালা নিরাপদেই থাকায় কোনও সমস্যা হয়নি। যে পুলিশকর্মী আহত হয়েছেন, তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

অন্যদিকে, হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের গাড়িও দুর্ঘটনার কবলে পড়ে। তিনি নিরাপদেই আছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি গাড়িতে আম্বালা ক্যান্টনমেন্ট থেকে গুরুগ্রাম যাচ্ছিলেন ভিজ। সেই সময় হঠাৎ তাঁর মার্সিডিজ বেঞ্জ ই ২০০ গাড়ির শকার দু'টুকরো হয়ে যায়। সেই সময় কুণ্ডলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল গাড়িটি। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনায় কেউ আহত হননি। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার কবলে পড়া গাড়িটির ছবি দিয়ে ভিজ লিখেছেন, 'আম্বালা ক্যান্টনমেন্ট থেকে গুরুগ্রাম যাওয়ার পথে অলৌকিকভাবে রক্ষা পেলাম। আমার সরকারি গাড়ি মার্সিডিজ বেঞ্জ ই ২০০-এর শকার দু'টুকরো হয়ে গিয়েছে। কুণ্ডলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়ি এভাবে দুর্ঘটনার কবলে পড়ল।'

কুয়াশার কারণে আরও একটি দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে একটি বাসের সঙ্গে মালবাহী গাড়ির ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

মঙ্গলবার ভোর থেকে দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারতের বেশিরভাগ অংশেই ঘন কুয়াশা ছিল। দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে যানবাহন চলাচলে সমস্যা হয়। উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ফলে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কারণ, অনেক জায়গাতেই সন্ধে থেকে সকাল পর্যন্ত দৃশ্যমানতা শূন্যর কাছাকাছি থাকছে।

আরও পড়ুন-

করোনাভাইরাস আটকে দিতে পারে গ্রিন টি, সমস্ত বায়ুবাহিত সংক্রমণ রোধে আবিষ্কার হল অভিনব ‘এয়ার ফিল্টার’

পড়ুয়া-নিরাপত্তারক্ষী সংঘর্ষ, জ্বলল বাইক, বেধড়ক মারধর সিকিওরিটি গার্ডদের

আত্মসমর্পণ করেছে ৬০০০ জঙ্গি, উপত্যকায় সন্ত্রাস কমেছে ১৬৪ শতাংশ, জানালেন অনুরাগ ঠাকুর