সংক্ষিপ্ত

জম্মু ও কাশ্মীরে হিন্দু হত্যার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার হিজবুল জঙ্গী। উপতক্যায় একের পর এক হিন্দুদের টার্গেট বানিয়ে হত্যা করার অভিযোগে তালিব হুসেন নামের এক হিজবুল জঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। 

জম্মু ও কাশ্মীরে হিন্দু হত্যার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার হিজবুল জঙ্গী। উপতক্যায় একের পর এক হিন্দুদের টার্গেট বানিয়ে হত্যা করার অভিযোগে তালিব হুসেন নামের এক হিজবুল জঙ্গীকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। বেঙ্গালুরুতে হিজবুল জঙ্গী গ্রেফতারের ঘটনায় মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, 'এটি একটি পরপর ধাপে চলা প্রক্রিয়া। পুলিশের জনগণের গতিবিধির উপর নজর রাখবে। আমাদের পুলিশ ইতিমধ্য়েই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এর আগে ভাটকালেও গ্রেফতার হয়েছিল। এখন জম্মু-কাশ্মীর পুলিশ বেঙ্গালুরুতেও গ্রেফতার করেছে। আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।'

কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বলেছেন, 'রাহুল ভাটের হত্যাকাণ্ডে, দুই সন্ত্রাসবাদী জড়িত ছিল। আমরা তার পিছনে তদন্তে আছি। এবং আমরিনা ভাটের হত্যাকাণ্ড মামলায় দুই সন্ত্রাসবাদীকে চিহ্নিত করা হয়েছে।' প্রসঙ্গত, গত মাসেই কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত হন বিখ্যাত অভিনেত্রী আমরিনা ভাট। জখম হয় বছর ১০ এর এক শিশুও। জানা গিয়েছে,  বুদগাম জেলার চাদুরা এলাকায় অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি চালায়  লস্কর ই তৈবার জঙ্গিরা। গুলি বর্ষণে মৃত্যু হয় বিখ্যাত অভিনেত্রী আমরিনা ভাটের। গুরুতর জখম হয় তাঁর ১০ বছরের ভাগ্নেও।  অভিনেত্রী আমরিনা ভাটের মৃত্যুতে শোক প্রকাশ করে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তবে তার পরপরই লস্কর-ই-তইবা (এলইটি) জঙ্গিকে গুলি করে খতম করে নিরাপত্তা বাহিনী।এই দুই জঙ্গির মধ্যে একজন  কাশ্মীরি টিভি শিল্পী আমরিন ভাটের হত্যাকারীও ছিল।পাশাপাশি কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল আরও বলেছেন, 'বিজয়কুমারের হত্যাকাণ্ডেও কারা জড়িয়ে সনাক্তকরণ করা হয়েছে। শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে।'

আরও পড়ুন, উত্তরকাশীতে ভয়াবহ দুর্ঘটনায় ২৬ জনের মৃত্য়ু, গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

আরও পড়ুন, উত্তরপ্রদেশের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১২ জনের মৃত্যু, শোকপ্রকাশ মোদীর

অপরদিকে, মে মাসের শেষেও কুলগ্রামের সরপঞ্চ আহমেদ মীরকে হত্যার অভিযোগে তিন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, 'তিনজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত। সন্ত্রাসবাদীদের সেই মডিউল শেষ করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল। অপরাধের জন্য যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।' পুলিশ সূত্রের খবর তদন্তে তারা জানতে পারেছে হিজবুল মুজাহিদিনের প্রধান কমান্ডার ফারুক নাল্লির নির্দেশেই তিন জন সরপঞ্চকে হত্যা করে।  নেতৃত্বে ছিল মুশকাক ইয়াতু। গোটা ঘটনার মাস্টারমাইন্ড ছিল সে। অস্ত্র সংগ্রহ থেকে হত্যা সব কিছুই হয়েছিল তার পরিকল্পনা অনুযায়ী চলেছিল। উল্লেখ্য, চলতি বছরে ২০২২ সালে সেনার হাতে নিকেশ হয়েছে ৬২ জন জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে যে, এই বছর এখনও পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে মোট ৬২ জন জঙ্গিকে খতম করা হয়েছে। এই সমস্ত জঙ্গি নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারের সামনে খতম হয়েছে। কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর-জেনারেল বিজয় কুমার বলেছেন, এই ৬২ জন জঙ্গির মধ্যে ৩৯ জন লস্কর-ই-তৈবার, ১৫ জন জইশ-ই-মহম্মদের, ৬জন হিজবুল মুজাহিদিনের এবং দুজন আল-বদরের।

আরও পড়ুন, সাম্প্রদায়িক বিবৃতির জের, বিজেপি'র নুপূর শর্মাকে গ্রেপ্তারের দাবি স্বরাজ ইন্ডিয়ার