সংক্ষিপ্ত
চার মাসের মধ্যে সকল অপেক্ষার অবসান হতে চলেছে। চালু হবে নয়ডা আন্তর্জাতির বিমানবন্দর। এরপরই যাত্রীদের মধ্যে একটিই প্রশ্ন দেখা যাচ্ছে, তা হল কীভাবে পৌঁছাবেন নয়ডা আন্তর্জাতির বিমানবন্দরে?
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতির বিমানবন্দর থেকে প্রায় ৯০ কিলোমিটার, কনট প্লেস থেকে ৭০ কিলোমিটার, নয়ডা সিটি সেন্টার থেকে ৬০ কিলোমিটার এবং গ্রেটার নয়ডার পারি চক থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত নয়ডা আন্তর্জাতির বিমানবন্দর। যার ফলে চিন্তার ভাঁজ যাত্রীদের কপালে। কারণ সেখানে যেতে গেলে ক্যাবের ওপর ভরসা করতে হবে। এদিকে নয়়া সেক্টর ৫২ থেকে বিমান বন্দরের ভাড়া ১৩৬৫ আবার পরী চক থেকে ভাড়া ৮৯৩।
ইন্দিরাপুরমের বাসিন্দা রাজীব সিং বলেন, যদি আমাকে বিমানবন্দরে পৌঁছানোর জন্য এত খরচ করতে হয় তার চেয়ে আমি বরং দিল্লি থেকে একটি ফ্লাইট বুক করব। এতে মেট্রো ভ্রমণ সহজ হবে।
আবার একজন রিয়েল এস্টেট প্রোমোটার বলেন, নির্ভরযোগ্য পরিবহন বিকল্পের অভাব বিমানবন্দরটিকে কম আকর্ষণীয় করে তুলবে।
ট্রাফিক এবং সুরক্ষা প্রকৌশল বিশেষজ্ঞ এস ভেলমুরুগান গণপরিবহনের প্রয়োজনীয়তা ওপর জোড় দিয়েছেন। তিনি বলেন, যদি সংযোগ সমস্যাগুলো শীঘ্রই সমাধান না করা হয়, তাহলে যাত্রীরা IGI বিমানবন্দরই বেছে নেবে। যেখানে ভ্রমণ অনে সুবিধাজনক হবে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতির বিমানবন্দর এবং বেঙ্গালুরু বিমানবন্দরের সঙ্গে তুলনায় দিল্লির বিমানবন্দর মেট্রো লাইন, বাস, ট্যাক্সির সুবিধা আছে। একই ভাবে বেঙ্গালুরুর কেম্পোগৌড়া বিমানবন্দরও যাত্রীদের নানান সুবিধা প্রদান করে।
YIAPL এক বিবৃতিতে জানিয়েছে, সংযোগের ব্যবধান দূর করার প্রচেষ্টা চলছে। উত্তরপ্রদেশ সরকার ও কেন্দ্রের কাজ চলছে।
এদিকে কয় মাসের মধ্যে চালু হবে নয়ডা আন্তর্জাতির বিমানবন্দর। যাত্রীদের আরও ভালো পরিষেবা দেওয়ার স্বার্থে এই বিমান বন্দর চালু হতে চলেছে। তবে, যে স্থানে নয়ডা আন্তর্জাতির বিমানবন্দরটি অবস্থিত সেখানে পাবলিক ট্রান্সপোর্টের তেমন সুবিধা নেই। এই কারণে চিন্তায় পড়েছেন যাত্রীরা।