নতুন বছরেই নয়া আবিষ্কারের সিঁড়িতে ইসরো! দেখুন পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণ লাইভ
গত বছরের অপ্রত্যাশিত ব্যর্থতার পর, ইসরোর বিশ্বস্ত উৎক্ষেপণ যান পিএসএলভি আবার লঞ্চ প্যাডে ফিরে আসছে। আজ ইসরোর পিএসএলভি-সি৬২ মিশনের উৎক্ষেপণ।
15

Image Credit : ISRO
পিএসএলভি-সি৬২ মিশন
গত বছরের ব্যর্থতার পর ইসরোর প্রথম পিএসএলভি উৎক্ষেপণ আজ। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আজ সকাল ১০.১৭ মিনিটে পিএসএলভি-সি৬২ রকেটটি উৎক্ষেপণ করা হবে। এটি ২০২৬ সালে ইসরোর প্রথম মহাকাশ অভিযান।
25
Image Credit : ISRO
শক্তিশালী প্রত্যাবর্তনের লক্ষ্যে ইসরো
ইসরোর বিশ্বস্ত বাহন পিএসএলভি। গত বছর পিএসএলভি-সি৬১ মিশনের তৃতীয় পর্যায়ে প্রযুক্তিগত ত্রুটির কারণে ব্যর্থতার সম্মুখীন হয়েছিল। সেই ত্রুটি শুধরে এবার নতুন উদ্যমে ফিরছে পিএসএলভি।
35
Image Credit : ISRO
পিএসএলভি-সি৬২ মিশনের প্রধান আকর্ষণ
এই মিশনের মূল পেলোড হল ইওএস-এন১ 'অন্বেষা', যা একটি অত্যাধুনিক হাইপারস্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট। এটি পৃথিবীর পৃষ্ঠের বিস্তারিত তথ্য সংগ্রহ করবে।
45
Image Credit : Asianet News
'অন্বেষা' ছাড়াও মহাকাশে পাড়ি ১৫টির বেশি ছোট উপগ্রহের
ইসরোর এই ৬৪তম পিএসএলভি মিশনে প্রধান উপগ্রহের পাশাপাশি বিভিন্ন বিদেশী দেশের একাধিক ছোট উপগ্রহও মহাকাশে পাঠানো হচ্ছে, যা একটি বাণিজ্যিক সাফল্যও বটে।
55
Image Credit : X and ANI
ঘরে বসেই দেখুন ইসরোর ঐতিহাসিক পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার।
ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এই গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযানের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে। কাউন্টডাউন শুরু হতে চলেছে।
Latest Videos

