- Home
- India News
- মাত্র ১৫ ঘণ্টাতেই হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ছুটবে, রইল এই ট্রেনের স্পিড আর টিকিটের দাম
মাত্র ১৫ ঘণ্টাতেই হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ছুটবে, রইল এই ট্রেনের স্পিড আর টিকিটের দাম
Howrah-New Delhi Vande Bharat: রেল সূত্রের খবর হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ট্রেনে আপ বা ডাউন করতে সময় লাগবে মাত্র ১৫ ঘণ্টা। অন্যান্য ট্রেনের তুলনায় টিকিটের দাম কিন্তু বেশি।

হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত
খুব তাড়াতাড়ি চালু হতে পারে হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ট্রেন। যদিও এই ট্রেন চেয়ারকার নয়। থাকবে স্লিপার কোচ। অর্থাৎ শুয়ে শুয়ে চোখের পলকেই পৌঁছে যাবেন দিল্লিতে। বা চলে আসতে পারবেন হাওড়ায়।
চালু হওয়ার কথা
রেল সূত্রের খবর আর মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই চালু হতে পারে এই ট্রেন। অর্থাৎ পুজোর আগেই বাঙালি পেয়ে যেতে পারে হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ট্রেন ।
যাতায়াতের সময়
রেল সূত্রের খবর হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ট্রেনে আপ বা ডাউন করতে সময় লাগবে মাত্র ১৫ ঘণ্টা। এই অত্যাধুনিক ট্রেনটি ১৪৪৯ কিলোমিটার পথ সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে অতিক্রম করবে।
রাজধানীর গতিবেত
হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের গতিবেগ ঘণ্টায় ৮৪ কিলোমিটার। তাই আপডাউনে সময় লাগে ১৭ ঘণ্টা ১৫ মিনিট। অর্থাৎ বন্দে ভারত ট্রেনে সময় লাগবে আরও দুই ঘণ্টা কম।
একই দিনে ফেরা যাবে
হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ট্রেন যাতায়াত করতে ৩০ ঘণ্টার কিছু বেশি সময় লাগবে। তাই দেড় দিনেই হাওড়া থেকে দিল্লি যাতায়াত করা যাবে।
ট্রেনের কামরা
হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ট্রেনে থাকবে মাত্র ১৬টি কামরা। গোটা ট্রেনটাই হবে এসি বা শাতাতপ নিয়ন্ত্রিত। অন্যান্য বন্দে ভারত ট্রেনের মতই বিশেষ যাত্রী পরিষেবা বা খাবারের ব্যবস্থা থাকবে এই ট্রেনেও।
তিন রকম কামরা
এসি ফার্স্ট ক্লাস, এসি সেকেন্ট ক্লাস আর এসি থার্ডক্লাস কামরা থাকবে হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত এক্সেপ্রেসে। তিন কামরার জন্য তিন রকম ভাড়াও থাকবে।
টিকিটের দাম
নয়া দিল্লি হাওড়া রুটে বন্দে ভারত স্লিপার ট্রেনে ফার্স্ট ক্লাস এসির ভাড়া হতে পারে যাত্রী পিছু ৫,১০০ টাকা। সেকেন্ড ক্লাস এসির ভাড়া যাত্রী পিছু হতে পারে ৪০০০ টাকা। আর থার্ড ক্লাস এসির যাত্রী ভাড়া হতে পারে ৩০০০ টাকা।
বাকি রুট
হাওড়া-নিউ দিল্লি ছাড়াও দিল্লি-পাটনা, দিল্লি মুম্বই , দিল্লি-চেন্নাই রুটেও স্লিপার বন্দে ভারত ট্রেন চালু করার প্রস্তুতি চলছে।
পিছিয়েছে কাশ্মীরের ট্রেন
জম্মু-কাশ্মীর বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা ছিল এপ্রিল মাসেই। কিন্তু নান কারণে তা পিছিয়ে যায়।
কেন্দ্রীয় সরকারের ঘোষণা
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ঘণ্টায় ১৬০-১৮০ কিলোমিটার গতিতে চলতে পারে বলে একাধিকবার ঘোষণা করেছে মোদী সরকার। কিন্তু বাস্তবে তা হচ্ছে বলেও দাবি করছে আরটিআই-এর তথ্য।
সবথেকে দ্রুতগতি ও মন্থরগতির বন্দে ভারত
আরটিআই তথ্য অনুযায়ী সবথেকে দ্রুতগতির বন্দে ভারত ট্রেন চলে বারাণসী - নিউদিল্লি রুটে। গতিবেগ ঘণ্টায় ৯৮.৯২ কিলোমিটর। সবথেকে কম গতির বন্দে ভারত চলে কোয়েম্বাটোর-বেঙ্গলুরু ক্যান্টনমেন্ট রুটে। ঘণ্টায় ৫৮.১১ কিলোমিটার।

