সংক্ষিপ্ত
রীতিমত শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। জানা যাচ্ছে এরপর থেকে কোনও বাংলাদেশ থেকে আগত পর্যটকের বুকিং নেবে না এই হোটেল।
ক্রিকেট বিশ্বকাপে ভারতের পরাজয় ঘিরে ফের একবার দ্বন্দ্ব ভারত বাংলাদেশের মধ্যে। অভিযোগ ভারতের পরাজয় বাংলাদেশবাসীদের সোশ্যাল মিডিয়াজুড়ে আচরণ ভারতীয়দের ভাবাবেগে আঘাত করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পরাজয় বাংলাদেশবাসীর উচ্ছ্বাসপ্রকাশকে মোটেও ভালোভাবে নেয়নি ভারতীয়রা। এবার সেই রোশেই বড় পদক্ষেপ নিচ্ছে ভারতের একের পর এক হোটেল। এবার পুরীর এক হোটেলে বাংলাদেশীদের প্রবেশ নিষিদ্ধ করা হল। ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। জানা যাচ্ছে এরপর থেকে কোনও বাংলাদেশ থেকে আগত পর্যটকের বুকিং নেবে না এই হোটেল।
স্ট্যাটেজিক ইন নামে পুরীর একটি জনপ্রিয় হোটেল স্যোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করেছে। এই বিবৃতি অনুসারে, 'অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশীদের জন্য এই হোটেলের বুকিং বন্ধ করে দেওয়া হল।' হোটেল মালিকের বক্তব্য, বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশীদের আচরণ অত্যন্ত নিন্দাজনক। প্রতিদেশী দেশের থেকে এহেন আচরণ আশা করা যায়না। ভারতের উপর বাংলাদেশ বিভিন্নভাবে নির্ভরশীল। তা সত্ত্বেও ভারতীয় দলের প্রতি বাংলাদেশীদের কূমন্তব্য আশা করা যায় না। ফলত যতদিন পর্যন্ত না বাংলাদেশীরা নিজেদের আচরণের জন্য ক্ষমা চাইছেন ততদিন সে দেশের নাগরিকদের হোটেলে ঘর দেওয়া হবে না। হোটেল মালিকের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ক্রিকেট ভক্তরাও। উল্লেখ্য এর আগেই দারররজিলিং-এর একাধিক হোটেলের দরজা বন্ধ হয়েছে বাংলাদেশী পর্যটকদের জন্য।