- Home
- India News
- ২০০০ টাকার বেশি UPI লেনদেন করলেই দিতে হবে মোটা টাকার ট্যাক্স! ২০২৫ থেকে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম লাগু?
২০০০ টাকার বেশি UPI লেনদেন করলেই দিতে হবে মোটা টাকার ট্যাক্স! ২০২৫ থেকে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম লাগু?
- FB
- TW
- Linkdin
২০২৫-এর এপ্রিল থেকে ২ হাজার টাকার বেশি UPI লেনদেনে দিতে হবে কর। কেন্দ্রকে মোটা টাকা কর দিতে হবে গ্রাহকদের।
UPI আসার পরে বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনে টাকা লেনদেন করেন সাধারণ মানুষ। কেনাবেচাও চলে এর মাধ্যমেই। কিন্তু এবার থেকে ২ হাজার টাকার বেশি লেনদেন করলেই দিতে হবে ট্যক্স?
সম্প্রতি এমনই একটি পোস্ট ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। জানা গিয়েছে, এপ্রিল মাস থেকেই ইউপিআই লেনদেনের উপর চাপানো হবে ১.১ শতাংশ।
এক্স হ্যান্ডেলে জনৈক নেটিজেন লেখেন ১ এপ্রিল গুগল পে, ফোন পে কিংবা ইউপিআইয়ের মাধ্যমে ২ হাজার টাকার বেশি লেনদেন করলেই দিতে হবে ট্যাক্স।
অর্থাৎ কাউকে ১০ হাজার টাকা পেমেন্ট করলে দিতে হবে ১১০ টাকা ট্যাক্স।
অবশ্য পরে জানা গিয়েছে এই খবর সম্পূর্ণ ভুয়ো। শুধুমাত্র পিপিআই মার্চেন্ট ট্রানসাকশনের ক্ষেত্রে ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এই ট্যাক্স ধার্য হবে।
শুধুমাত্র কার্ড ও ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করলে ট্যাক্স ধার্য করা হবে। পরে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে কেবলমাত্র পিপিআই মার্চেন্টদের লেনদেনের উপরেই এই ট্যাক্স ধার্য করা হয়েছে।