Voter Cards: দুটি ভোটার কার্ড থাকলেই বিপদ! এভাবেই বাতিল করুন, নয়তো হতে পারে জেল
নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা সংশোধন করেছে। প্রায় ৬৫ লক্ষ নাম বাতিল হয়েছে। এই রাজ্যে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তাই এই রাজ্যেও হতে পারে ভোটার তালিকা সংশোধন। তৈরি থাকুন।

ভোটা তালিকা সংশোধন
নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা সংশোধন করেছে। প্রায় ৬৫ লক্ষ নাম বাতিল হয়েছে। এই রাজ্যে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তাই এই রাজ্যেও হতে পারে ভোটার তালিকা সংশোধন। তৈরি থাকুন। যদি আপনার কাছে দুটো ভোটার ID থাকে তবে কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে পারেন। তাই এখন থেকেই সাবধান হয়ে যান। সূত্রের খবর নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্য সরকারকে ভোটার তালিকা সংশোধন করার প্রস্তুতি নিতে শুরু করতে বলেছে।
ভোটার কার্ড নিয়ে সাবধান
সরকারি নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির একটিমাত্র ভোটার কার্ড থাকতে পারে। কিন্তু কারও কাছে যদি দুই বা ততোধিক ভোটার কার্ড থাকে তাহলে বিপদে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। একের বেশি ভোটার কার্ড থাকলে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। তাই এখন থেকেই এই বিষয়ে সাবধান হয়ে যান। রইল ভোটার কার্ড বাতিল করার নিয়মগুলি।
প্রথম নিয়ম
দুটি বা তারও বেশি ভোটার কার্ড থাকলে একটি অবশ্যই বাতিল করতে হবে। প্রথমে নির্বাচন কমিশনের অফিসের ওয়েবসাইটে যেতে হবে। https://voters.eci.gov.in/। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করুন। যদি না থাকে তাহলে মোবাই নম্বর ও ইমেলদিয়ে রেজিস্ট্রার করতে হবে।
দ্বিতীয় নিয়ম
হোমপেজেরয়েছে ফর্ম বিভাগ। ৭ নম্বর ফর্ম-এ ক্লিক করতে হবে। এটি নাম নথিভুক্ত বা নাম বাতিলের জন্যই বরাদ্দ। এখানে নাম, ঠিকানা, জন্মতারিখ, ভোটার ID নম্বররের মত তথ্য থাকবে। বাতিল করার জন্য ডিলিট বিভাগে যেতে হবে। সেখানেই জানাতে হবে কোন কার্ডটি বাতিল করতে চান। সেইজন্য ডুপ্লিকেট কার্ড বা ডলব কার্ড রেজিস্ট্রেশন নির্বাচন করতে হবে।
তৃতীয় নিয়ম
ভোটার কার্ডের একটি কপি আপলোড করুন। তারপরই ফর্মটি জমা করুন। ফর্মটি জমা দেওয়ার পরে একটি রেফারেন্স নম্বর পাবেন। সেটির মধ্যেই রিকোয়েস্ট স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন। বাতিলের তথ্য যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের প্রতিনিধি সংশ্লিষ্টের বাড়িতেও যেতে পারে। পুরো প্রক্রিয়াটি ১৫ থেকে ৩০ দিনের মধ্যে সম্পন্ন হয়।
ভোটার কার্ড বাতিল না হলেই বিপদ!
যদি আপনার দুটি ভোটার কার্ড থাকে ও আপনি তার মধ্যে একটিও বাতিল না করে থাকেন, তাহলে পরে আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন। নির্বাচন কমিশন এটিকে অবৈধ বলে মনে করে, কারণ একজন ব্যক্তির নাম একাধিক স্থানে নিবন্ধিত করা উচিত নয়। যদি দেখা যায় যে আপনার দুটি ভোটার আইডি আছে, তাহলে উভয় স্থান থেকে আপনার নাম বাদ দেওয়া যেতে পারে।

