সংক্ষিপ্ত

ভারত-কানাডার কূটনৈতিক দ্বন্দ্ব অনেকদিন ধরে চলছে। এই সম্পর্ক উন্নত হওয়ার বদলে চরম অবনতির পথে। কানাডার চোখে চোখ রেখে কূটনৈতিক লড়াই চালাচ্ছে ভারত।

কানাডা সরকারের সঙ্গে বিরোধিতার পরিপ্রেক্ষিতে হাই কমিশনার-সহ কূটনীতিবিদদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কানাডা সরকার জানিয়েছে, ভারতীয় হাই কমিশনার ও অন্যান্য কূটনীতিবিদরা অনৈতিক কোনও কাজের সঙ্গে যুক্ত কি না, তা জানার জন্য তদন্ত হবে। সে কথা জানার পরেই কূটনীতিবিদদের দেশে ফেরানোর কথা জানাল বিদেশমন্ত্রক। কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। কানাডার অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না ভারত। কূটনৈতিক লড়াইয়ে পাল্টা চাল হিসেবেই কূটনীতিবিদদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কানাডা সরকারের উপর আমাদের বিন্দুমাত্র আস্থা নেই। কানাডা সরকার আমাদের কূটনীতিবিদদের নিরাপত্তার ব্যবস্থা করার ব্যাপারে দায়বদ্ধতার কথা বললেও, তাতে আমাদের বিশ্বাস নেই।’

কানাডার কূটনীতিবিদকে তলব

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ভারতে কানাডার হাই কমিশনার ক্যামেরন ম্যাককে-কে তলব করা হয়েছিল। তবে তিনি এখন এদেশে নেই। এই কারণে এখন ভারতে কানাডার দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক স্টিফেন হুইলার বিদেশমন্ত্রকের তলব পেয়ে হাজির হন। তাঁকে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কানাডায় মোতায়েন ভারতীয় কূটনীতিবিদদের দেশে ফেরানো হচ্ছে।

কানাডা সরকারকে তীব্র আক্রমণ বিদেশমন্ত্রকের

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কানাডায় কট্টরপন্থা ও হিংসার পরিবেশ তৈরি হয়েছে। ট্রুডো সরকারের কার্যকলাপ ভারতীয় কূটনীতিবিদদের প্রাণ সংশয় হয়েছে। কানাডার বর্তমান সরকারের উপর আমাদের আস্থা নেই। কানাডা সরকার ভারতীয় কূটনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে আমরা বিশ্বাস করতে পারছি না। এই কারণে ভারত সরকার হাই কমিশনার ও অন্যান্য কূটনীতিবিদ, আধিকারিকদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে।’ কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা হচ্ছে কি না, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানানো হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের উত্তাপ বাড়ছে ভারত-কানাডা সম্পর্কে! এবার কানাডার কূটনীতিককে তলব করল নয়াদিল্লি

নয়াদিল্লির গুরুত্ব বুঝে এবার কী সুর নরম করছে কানাডা! ট্রুডোর গলায় ভারতের প্রশংসা

S Jaishankar: রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে একযোগে কানাডা চিন পাকিস্তানকে আক্রমণ জয়শঙ্ককের, উস্কে দিলেন ভারত বিতর্ক