সংক্ষিপ্ত
কঠিন সময়ে ইরানের পাশে থাকছে ভারত। প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীর মৃত্যুতে ইরানে যে শোকের আবহ তৈরি হয়েছে, তাতে সামিল হয়েছে ভারত। তেহরানের প্রতি বিশেষ বার্তা দিয়েছে নয়াদিল্লি।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে মঙ্গলবার রাষ্ট্রীয় শোকের কথা ঘোষণা করল ভারত। সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের পাশাপাশি বিদেশমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ানেরও মৃত্যু হয়েছে। এই ঘটনায় নয়াদিল্লির পক্ষ থেকে তেহরানে শোকবার্তা পাঠানো হয়েছে। এবার রাষ্ট্রীয় শোকের কথা ঘোষণা করে তেহরানকে বিশেষ বার্তা দিল নয়াদিল্লি। কৌশলগত কারণে ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য জরুরি। সে কথা মাথায় রেখেই ইরানের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করার পাশাপাশি রাষ্ট্রীয় শোকদিবস পালনের কথাও ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই ঘোষণার মাধ্যমে ভারত-ইরান কূটনৈতিক সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে নয়াদিল্লি।
ইরানের প্রেসিডেন্টকে শ্রদ্ধা ভারতের
স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বিদেশমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত সরকার ২১ মে সারা ভারতে একদিনের শোকপ্রকাশ করা হবে। শোকজ্ঞাপনের দিন সারা ভারতে যে ভবনগুলিতে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলিত থাকে, সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এই দিনে সরকারিভাবে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।’
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোকপ্রকাশ ভারতের প্রধানমন্ত্রীর
সোমবার ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারত-ইরান কূটনৈতিক সম্পর্কের উন্নতিতে রাইসির অবদানের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘ইসলামিক রিপাবলিক অফ ইরানের প্রেসিডেন্ট ড. সৈয়দ ইব্রাহিম রাইসির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভারত-ইরান কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তাঁর অবদান চিরকাল স্মরণে থাকবে। তাঁর পরিবার ও ইরানের মানুষের প্রতি আমি গভীর শোকপ্রকাশ করছি। এই শোকের সময় ইরানের পাশে আছে ভারত।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Iran: হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যুর খবর আসতেই কেন ইরানে শুরু উৎসব?
Viral Video: কপ্টারে জানলার ধারে বসে ইরানি প্রেসিডেন্ট রাইসি, দেখুন জীবিত অবস্থায় তাঁর শেষ ভিডিও
কপ্টার দুর্ঘটনায় মৃত ইরানের প্রেসিডেন্ট, কে বসতে চলেছেন সেই কুর্সিতে? জানা গেল নাম