India Pakistan Conflict: হামলা শুরু করেছে পাকিস্তান? জম্মুতে পুরো ব্ল্যাকআউট এই মুহূর্তে।
India Pakistan Conflict: এটা কি পাকিস্তানের প্রত্যাঘাত? বৃহস্পতিবার রাতে, একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে জম্মুতে। আখনুর এবং সাম্বার মতো একাধিক জায়গায় সাইরেন বাজতে শুরু করেছে।
আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতেও দেখা গেছে বলে জানা যাচ্ছে। এমনকি, সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়েছে গোটা এলাকা। সূত্রের খবর, ভারতের আকাশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করা হয়েছে পাক হামলাকে মোকাবিলা করার জন্য।
নিরাপত্তা সংস্থা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করতে সক্ষম হয়েছে। পাকিস্তানের হামলার নিশানায় ছিল মূলত ছিল জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সেই সংলগ্ন এলাকা।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে সেই ক্ষেপণাস্ত্রগুলির সবকটিকে আটকানো হয়েছে বলে খবর। এমনকি, জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দুটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। এই মুহূর্তে সমগ্র জম্মু শহর জুড়ে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।
জম্মু বিমানবন্দর এবং পঠানকোটের বায়ুসেনার ঘাঁটিতে সাইরেন বাজছে। সাইরেনের শব্দ শোনা যাচ্ছে বারামুলা এবং কুপওয়ারার মতো এলাকাতেও। এছাড়াও শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ কানে আসছে বাসিন্দাদের।
তবে শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশেও ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়েছে। পাঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, বায়ুসেনা কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্রই শহরে ‘ব্ল্যাকআউট’জারি হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ‘ব্ল্যাকআউট’ চলবে। অমৃতসরেও আপাতত ‘ব্ল্যাকআউট’করা হয়েছে।
জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও বৃহস্পতিবার রাতে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। সেখানে ছুটে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং মর্টার। এদিকে পাল্টা পাকিস্তানে হামলা শুরু হতেই ওই তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করা হয়েছে আলো। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হচ্ছে সাইরেন। গোটা বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁকে ফোন করছেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
পরিস্থিতির উপর নজর রাখছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজেও। সঙ্গে রয়েছেন প্রতিরক্ষাবাহিনীর প্রধান (সিডিএস) অনিল চৌহান। অবশ্য পিছিয়ে নেই ভারতীয় সেনাবাহিনীও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর এবং শিয়ালকোটে পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

