India Pakistan News: সংঘর্ষবিরতি লঙ্ঘন করে আবারও জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং দেশের পশ্চিম সীমান্তে পাকিস্তানি ড্রোনের হানা নজরে এল। উধমপুরে সেনাশিবির, বিমানঘাঁটির আকাশে

India Pakistan News: উধমপুরে ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দফতর এবং বিমানঘাঁটির উপরেও ড্রোন নজরে এসেছে বলে সূত্রের খবর। তাছাড়া জোরালো বিস্ফোরণের শব্দও শোনা গেছে পাঞ্জাবের সীমান্ত এলাকা হোশিয়ারপুর থেকে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, সাম্বার আকাশে বেশ কয়েকটি ড্রোনের উপস্থিতি চোখে পরা মাত্রই ভারতীয় সেনার এয়ার ডিফেন্স সিস্টেম তার পাল্টা প্রত্যাঘাত শুরু করে। অবশ্য তারপর আর সেই ড্রোনগুলিকে দেখা যায়নি। 

Scroll to load tweet…

প্রসঙ্গত, শনিবার বিকেলে ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যেই পৃথকভাবে বিবৃতি দিয়ে সংঘর্ষবিরতিতে সম্মতির কথা জানানো হয়েছিল। কিন্তু তারপরেও ধারাবাহিক ভাবে পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠছে।

এই আবহে সোমবার, বিকেলে ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই পাকিস্তানি সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল কাশিফ আবদুল্লার সঙ্গে হটলাইনে কথা বলেন। কিন্তু তারপরেও পরিস্থিতির কোনও বদল হল না। এদিকে সোমবার রাতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির প্রতি ভাষণ দেওয়ার সময় বলেন, ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি। ইসলামাবাদের অনুরোধে সাময়িকভাবে তা স্থগিত করা হয়েছে। তাঁর কথায়, ‘‘ভারত গোটা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে।’’

সাম্বার আকাশে বেশ কয়েকটি ড্রোনের উপস্থিতি চোখে পরা মাত্রই ভারতীয় সেনার এয়ার ডিফেন্স সিস্টেম তার পাল্টা প্রত্যাঘাত শুরু করে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে। অবশ্য তারপর আর সেই ড্রোনগুলিকে দেখা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।