India Pakistan News LIVE: নির্লজ্জ পাকিস্তানের আবারও আক্রমণ। জঙ্গিদের মদত দিয়ে নিরীহ মানুষদের প্রাণ কেড়ে নেওয়া একটা দেশ আবারও ইচ্ছাকৃত ঝামেলা তৈরির চেষ্টায়।
India Pakistan News LIVE: শুক্রবার,সন্ধ্যা নামতেই ফের একবার গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান। এই মুহূর্তে কার্যত, ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল।
শুক্রবার, সন্ধ্যায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। ইতিমধ্যেই উরি, কাপওয়াড়া এবং পুঞ্চে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। জম্মুতে বাজতে শুরু করেছে সাইরেন। এদিন সন্ধ্যা থেকে আম্বলাতেও চলছে ‘ব্ল্যাকআউট’। অন্যদিকে, দেশের ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।
শুক্রবার সন্ধ্যাতেই বিদেশসচিব বিক্রম মিশ্রি কী আনিয়েছেন?
বৃহস্পতিবার ভারতের একাধিক জায়গায় আক্রমণ চালায় পাক সেনা। মূলত তাদের লক্ষ্য ছিল ভারতের সেনাঘাঁটি এবং বসতি। যার প্রেক্ষিতে উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনাও। তবে শুক্রবার সন্ধ্যা হতেই আবারও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিজেই বলেছেন, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, ‘‘এখন জম্মুতে পুরো ব্ল্যাকআউট। শহর জুড়ে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।’’ সেইসঙ্গে অন্ধকারাচ্ছন্ন আকাশের একটি ছবি দিয়েছেন তিনি। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী সেই পোষ্টে লেখেন, ‘‘সকলের কাছে আমার একান্ত অনুরোধ, রাস্তায় বেরোবেন না। আপাতত আগামী কয়েক ঘণ্টার জন্য বাড়ি অথবা কাছাকাছি নিরাপদ কোনও জায়গায় থাকুন। আর কোনওরকম গুজবে একদম কান দেবেন না। আমরা সকলে একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’’
সুত্রঃ শ্রীনগরেও লাগাতার সাইরেনর আওয়াজ শোনা যাচ্ছে
একইসঙ্গে ভারী শব্দ ভেসে আসছে সীমান্ত এলাকা থেকে। আপাতত ওই এলাকাগুলির রাস্তাঘাট প্রায় শুনশান হয়ে গেছে। এদিকে জম্মু, সাম্বা, পঠানকোট এবং পাঞ্জাবের অন্তর্গত ফিরোজ়াবাদের আকাশে ড্রোন দেখা গেছে বলে সূত্রের খবর। ওই অঞ্চলগুলিতে পরপর বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর আসছে, হরিয়ানার আম্বলাতেও পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে এবং চণ্ডীগড়ে দোকান ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
