India Pakistan News LIVE: সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। কার্যত, নির্লজ্জ পাকিস্তানের আবারও আক্রমণ। 

India Pakistan News LIVE: এই মুহূর্তের বড় খবর। জম্মু জম্মুর নাগরোটা শুরু হল বিশেষ তল্লাশি অভিযান (search operation)। 

ঠিক কী জানা যাচ্ছে?

ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পসের তরফ থেকে জানানো হয়, নাগরোটা মিলিটারি স্টেশনের কাছে বেশ কিছু সন্দেহজনক গতিবিধি আঁচ করা গেছে। কর্তব্যরত সেন্ট্রি সেটি খেয়াল করে গুলি চালান। তবে পাল্টা গুলি আসে অপরদিক থেকেও। জানা যাচ্ছে, বেশ কিছুক্ষণ ধরেই দুই পক্ষের মধ্যে সেই গুলির লড়াই চলে (pakistan ceasefire violations)। 

Scroll to load tweet…

হামলাকারী পালিয়ে গেলেও আপাতত তাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান চলছে। এদিকে শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু রাত ৮.১৫ মিনিট থেকে ফের গুলিবর্ষণ শুরু করে দেয় পাক সেনা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, উধমপুরে পাক ড্রোন হামলা রুখে দিয়েছে ভারত। এছাড়াও শ্রীনগর এবং জম্মুর একাধিক জায়গায় গুলি ও বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। 

এহেন পরিস্থিতিতেই নাগরোটার সেনা ছাউনিতে কারা হামলা চালাল, তাদের পরিচয় জানা যায়নি। এমনকি, আদৌ তারা জঙ্গি কিনা সেই বিষয়টিও এখনও নিশ্চিত করা যায়নি। তবে এই ঘটনায় অনেকেরই মনে পড়ছে উরির স্মৃতি। গত ২০১৬ সালে, উরির সেনা ছাউনিতে হামলা চালায় জইশ জঙ্গিরা। সেই হামলায় ১৯ জন সেনা শহিদ হন। তবে গুলির লড়াইয়ে নিকেশ করা হয় ৪ জঙ্গিকেও। 

তবে নাগরোটায় এখনও কারোওর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তল্লাশি অভিযান জারি আছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।