India Pakistan News LIVE:নির্লজ্জ পাকিস্তানের আবারও আক্রমণ। যে দেশ কাকুতিমিনতি করে সংঘর্ষ বিরতির কথা বলেছিল এবং ভারত সম্মান জানিয়ে তা মেনেও নেয়। 

India Pakistan News LIVE: জম্মু-কাশ্মীরের শ্রীনগর উপত্যকায় শনিবার রাতে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যায় (india pak ceasefire)। তারপরেই জম্মু এবং উধমপুর সহ কেন্দ্রশাসিত অঞ্চলের বেশ কিছু শহরে পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া হয় (ceasefire violation by pakistan)। 

শুধু কাশ্মীর উপত্যকাতেই নয়, সীমান্তবর্তী অন্যান্য রাজ্যগুলিতেও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে শনিবার রাতে (pakistan ceasefire violation)। রাজস্থানের বারমেঢ়, জৈসলমের এবং পঞ্জাবের ফিরোজ়পুর, পঠানকোট, মোগায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়। রাজস্থানের বারমেঢ়, জয়সলসমীর এবং পাঞ্জাবের ফিরোজ়পুর, পঠানকোট ও মোগাতেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই ব্ল্যাকআউট কর দেওয়া হয়েছে (pakistan breaks ceasefire)।

Scroll to load tweet…

আর তারপরেই একটি সাংবাদিক বৈঠক করা হয় সরকারের তরফ থেকে। পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি এবার অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত। শনিবার রাত ১১টার কিছু আগে সাংবাদিক বৈঠক করে ভারতীয় বিদেশসচিব বিক্রম মিশ্রী জানান, “গত কয়েক ঘণ্টা ধরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনাও তার সঠিক জবাব দিচ্ছে। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং তার জন্য দায়ী পাকিস্তানই।”

তিনি আরও যোগ করেন, "আমরা আশা করছি, পাকিস্তান এই পরিস্থিতিকে সঠিকভাবে অনুধাবন করবে এবং এই অস্ত্রবিরতি লঙ্ঘন বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ভারতীয় সেনা গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। কোনও ধরনের অস্ত্রবিরতি লঙ্ঘন প্রতিহত করতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে পহেলগাঁও জঙ্গি হামলার পর সোজা সিন্ধু জলচুক্তি বাতিল করে দেয় নয়াদিল্লী। সেই চুক্তি আপাতত বাতিলই থাকছে বলেই জানা গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।