India Pakistan News: আদৌ লজ্জা আছে পাকিস্তানের? ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল তারা।
India Pakistan News: খবর আসছে, জম্মু-কাশ্মীরের উধমপুরে ফের ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে গোটা এলাকা। কারণ, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। অবশ্য সেগুলিকে ইতিমধ্যেই প্রতিহত করেছে দেশের প্রতিরক্ষা বাহিনী (did pakistan violate the ceasefire)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে (de escalation india pakistan)।
মাত্র কয়েকঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, ভারত এবং পাকিস্তান উভয়ই যুদ্ধবিরতিতে উপনীত হয়েছে (pak breaks ceasefire)। ভারতের তরফ থেকেও সাংবাদিক বৈঠক করা হয়েছে। কিন্তু ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের হামলা চালাল পাকিস্তান। ঠিক যেই সময়ে একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসছিল, তখনই হামলা। একে তো জঙ্গিদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতদাতা পাকিস্তান (pakistan ceasefire news)। তার মধ্যে ভারত যখন শুধুমাত্র জঙ্গিঘাঁটিগুলিতেই হামলা চালাল, তাহলে পাকিস্তান কেন সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে?
তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ করছে ভারতের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং ভারতীয় সেনা। ভারত এবং পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতির পরেও জম্মু-কাশ্মীরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে খবর। শনিবার, রাত ৯টার কিছু আগে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোশ্যাল মিডিয়াতে লেখেন, শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তিনি নিজে। অস্ত্রবিরতির কী হল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওমর (ceasefire india pakistan meaning)।
ওমর সেখানে লেখেন, “কোনও অস্ত্রবিরতি চলছে না। শ্রীনগরের এয়ার ডিফেন্স ইউনিটগুলি আবার চালু হয়েছে।” জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর এই পোস্টগুলির কিছুটা আগেই সংবাদ সংস্থা রয়টার্সও দাবি করেছে, জম্মু শহরেও একইরকম বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
সূত্রের খবর, শ্রীনগরে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাশ্মীর সেক্টরের উধমপুরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানা গেছে। সেখানেও অস্ত্রবিরতি লঙ্ঘন হচ্ছে বলে খবর আসছে। জম্মু শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নওসেরা এবং ১৫ কিলোমিটার দূরের আখনুরেও গুলি চলেছে বলে জানা গেছে। নতুন করে তৈরি হওয়া এই পরিস্থিতিতে শনিবার, রাতের দিকে আবারও জম্মুতে আবার ব্ল্যাক আউট হয়েছে বলে খবর (ceasefire violated?)।
যদিও এখনও সাইরেন বাজেনি। তবে উধমপুরে সাইরেন বাজিয়ে ব্ল্যাক আউট করা হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। সকালের মতো পরিস্থিতি অবশ্য অতটা ভয়াবহ নয় ঠিকই। কিন্তু গোলাগুলি এখনও চলছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সাইরেনের শব্দ পাওয়া গেছে কাশ্মীরের কাঠুয়াতেও। এমনকি, রাজস্থান, পআঞ্জাব এবং গুজরাতেও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে নতুন করে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। রাজস্থানের বারমেঢ়, জয়সলসমীর এবং পাঞ্জাবের ফিরোজ়পুর, পঠানকোট ও মোগাতেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই ব্ল্যাকআউট কর দেওয়া হয়েছে।
গুজরাতের পুলিশমন্ত্রী হর্ষ সঙ্ঘভি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “কচ্ছ জেলায় বেশ কিছু ড্রোন দেখা গেছে। সেখানেও সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

