সংক্ষিপ্ত
- দেশে মাত্র ৩ দিনে ১ লাখ করোনা রোগী
- আক্রান্তের সংখ্যা আগেই ১০ লক্ষ ছাড়িয়েছে
- রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ
- টানা ৭দিন দৈনিক আক্রান্ত ২৮ হাজারের বেশি
দেশে রোজই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এমনকি মাত্র তিন দিনে এক লক্ষ রোগী বাড়ছে। শনিবারও সেই পরিস্থিতির পরিবর্তন হল না। এদিনও দৈনিক আক্রান্তের সংখ্যা থাকল ৩৫ হাজারের কাছাকাছি। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪,৮৮৪। মৃত্যু হয়েছে ৬৭১ জনের। শুক্রবার সকালে দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল ৩৪,৯৫৬ জন ও মারা গিয়েছিলেন ৬৮৭ জন। দু’টিই রেকর্ড।
শুক্রবারই দেশে মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পেরিয়ে গিয়েছিল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যা অনুযায়ী এখন দেশে মোট করোনা আক্রান্টের সংখ্যা ১০ লক্ষ ৩৮ হাজার ৭১৬। মৃতের সংখ্যা ২৬,২৭৩। এই নিয়ে টানা ৭ দিন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিদিন ২৮ হাজারের উপরে থাকল।
আরও পড়ুন: উপত্যকায় ফের সেনার সাফল্য, কুলগামের পর এবার সোপিয়ানে খতম জঙ্গিবাহিনী
আরও পড়ুন: করোনায় সবচেয়ে বেশি সুস্থতার হার ভারতের, বিশ্বমঞ্চে এবার সগর্বে দেশের জয়গান মোদীর
তবে দেশে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়ালেও সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৫৩ ৭৫১। ফলে ভারতে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫৮ হাজার ৬৯২। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৩৪ লক্ষ ৩৩ হাজার ৭৪২ টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে গত শুক্রবারই নমুনা পরীক্ষা হয়েছে ৩ লক্ষ ৬১ হাজার ২৪টি।
গত ডিসেম্বরে চিনের উহানে যে সংক্রমণের দেখা মিলেছিল সেই করোনাভাইরাসে এখনও পর্যন্ত বিশ্বে ৫ লক্ষ ৯০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি যা তাতে আগামী ১০ অগস্টের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।