
Jammu Kashmir : ত্রালে পহেলগাঁও হামলার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই? জাহান্নমে ১ জঙ্গি, তীব্র উত্তেজনা
Jammu Kashmir Encounter : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা এলাকার ত্রালে আবারও জঙ্গি সক্রিয়তার খবর মিলেছে। বৃহস্পতিবার ভোরে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এক জইশ-ই মহম্মদ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
Jammu Kashmir Encounter : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা এলাকার ত্রালে আবারও জঙ্গি সক্রিয়তার খবর মিলেছে। বৃহস্পতিবার ভোরে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এখনও পর্যন্ত প্রাথমিকভাবে জানা গেছে, এক জইশ-ই মহম্মদ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আরও দু’থেকে তিনজন জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে, এবং সংঘর্ষ এখনও চলছে। সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে এই অপারেশন চালাচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে ত্রালের এক নির্দিষ্ট এলাকায় তল্লাশি শুরু করে বাহিনী। সেই সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। এরপরই শুরু হয় গুলির তীব্র লড়াই।