
জঙ্গি হামলা হলে, যুদ্ধ হিসেবেই ধরে নেওয়া হবে! কড়া বার্তা সেনার
Indian Army Operation Sindoor : অপারেশন সিঁদুর নিয়ে ব্যাখ্যা দিলেন DGMO রাজীব ঘাই। 'যা পরিস্থিতি তৈরি হয়েছে যুদ্ধের থেকে কম নয়'। 'LOC-তে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন হচ্ছে'। 'একটা সমঝোতা ছিল, ওটাও শেষ হয়ে গেছে'। 'এখন যা পরিস্থিতি তা সাধারণ নয়'। 'দুটি রাষ্ট্রের বায়ুসেনার বিমান আকাশে ওড়া, সাধারণ নয়'। 'এই সমস্ত কার্যকলাপই যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে'।