
কাঁপবে শত্রুদেশ! সামনে এল ভারতীয় সেনার ঘাতক বাহিনী ‘ভৈরব’-এর প্রথম ঝলক
Bhairav Special Force : আধুনিক যুদ্ধ মোকাবিলায় ১ লক্ষ ড্রোন অপারেটর ও নয়া স্পেশাল ফোর্স ‘ভৈরব’ নিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনী। রাজস্থানের মরুভূমি থেকে দেখা মিলল এই আধুনিক বাহিনীর প্রথম ঝলক।
Bhairav Special Force : বদলে যাওয়া যুদ্ধক্ষেত্রে এখন ড্রোন আর প্রযুক্তির লড়াই প্রধান হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীতে এক আমূল পরিবর্তন আনা হয়েছে। রাজস্থানের নাসিরাবাদ এলাকা থেকে সম্প্রতি সামনে এসেছে ভারতের নতুন স্পেশাল ফোর্স ‘ভৈরব’-এর প্রথম ঝলক। এই বাহিনী মূলত আধুনিক এবং প্রযুক্তি-চালিত যুদ্ধের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
এই পরিবর্তনের অন্যতম প্রধান লক্ষ্য হলো বাহিনী জুড়ে ১ লক্ষেরও বেশি ড্রোন অপারেটরের একটি দক্ষ দল তৈরি করা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইতিমধ্যে এই ধরণের ১৫টি ব্যাটালিয়ন গঠন করেছে এবং ভবিষ্যতে মোট ২৫টি ব্যাটালিয়ন তৈরির পরিকল্পনা রয়েছে। ড্রোন পরিচালনার পাশাপাশি এই বাহিনীকে বহুমুখী যুদ্ধ কৌশলে দক্ষ করে তোলা হচ্ছে।
এই ‘ভৈরব’ বাহিনীর একটি বিশেষত্ব হলো এর বেশিরভাগ সৈন্যই রাজস্থানের স্থানীয় বাসিন্দা। ‘ভূমিপুত্র’ হওয়ার কারণে তারা সেখানকার রুক্ষ ভূখণ্ড, আবহাওয়া এবং ভাষা সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন। ফলে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে তারা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে স্বাধীনভাবে অভিযান পরিচালনা করতে পারবেন। মরুভূমি সেক্টর থেকে এই বাহিনীর যে মহড়ার ছবি সামনে এসেছে, তাতে স্পষ্ট যে আধুনিক রণকৌশলে ভারত এখন অনেক বেশি শক্তিশালী।