Indian Navy : ভয়ঙ্কর INS Surat যুদ্ধজাহাজ! নিমিষেই হবে খেল খতম পাকিস্তানের

Indian Navy Latest Update : ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ "আইএনএস সুরাট" প্রথমবারের মতো গুজরাতের সুরাট বন্দরে পৌঁছেছে। দেশের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই ডেস্ট্রয়ার জাহাজটির আগমন উপলক্ষে সুরাটে উৎসবমুখর পরিবেশ।

Share this Video

Indian Navy Latest Update : ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ "আইএনএস সুরাট" প্রথমবারের মতো গুজরাতের সুরাট বন্দরে পৌঁছেছে। দেশের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই ডেস্ট্রয়ার জাহাজটির আগমন উপলক্ষে সুরাটে উৎসবমুখর পরিবেশ। ‘আইএনএস সুরাট’-এর এই ঐতিহাসিক সফর শুধু শহরের জন্য গর্বের, তা-ই নয়, এটি ভারতের নৌশক্তির প্রতীক হিসেবেও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

Related Video