
Indian Navy : ভয়ঙ্কর INS Surat যুদ্ধজাহাজ! নিমিষেই হবে খেল খতম পাকিস্তানের
Indian Navy Latest Update : ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ "আইএনএস সুরাট" প্রথমবারের মতো গুজরাতের সুরাট বন্দরে পৌঁছেছে। দেশের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই ডেস্ট্রয়ার জাহাজটির আগমন উপলক্ষে সুরাটে উৎসবমুখর পরিবেশ।
Indian Navy Latest Update : ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ "আইএনএস সুরাট" প্রথমবারের মতো গুজরাতের সুরাট বন্দরে পৌঁছেছে। দেশের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই ডেস্ট্রয়ার জাহাজটির আগমন উপলক্ষে সুরাটে উৎসবমুখর পরিবেশ। ‘আইএনএস সুরাট’-এর এই ঐতিহাসিক সফর শুধু শহরের জন্য গর্বের, তা-ই নয়, এটি ভারতের নৌশক্তির প্রতীক হিসেবেও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।