Indian Railway: ভারতীয় রেলে স্লিপার বা সেকেন্ড ক্লাসের কনফার্ম টিকিট থাকলেও আপনি পেয়ে যেতে পারেন এসি কোচে যাত্রার সুযোগ—তাও একটিও অতিরিক্ত পয়সা না গুনেই!

Indian Railway:আসলে নতুন কোনো নিয়ম নয়, ২০০৬ সাল থেকেই ভারতীয় রেলে ছিল এই ব্যবস্থা। শুধু যাত্রীদের দৃষ্টি গোচরে আসেনি। প্রায় লটারি জিতে পুরস্কার পাওয়ার মতোই সুবিধা এটিও। কোন যাত্রীদের যদি নিশ্চিত এবং স্লিপার ক্লাসে তার টিকিট কাটা থাকে, তবে একটিমাত্র কৌশলে আপনার সিট আপগ্রেড হয়ে যেতে পারে এসি থার্ড, তার ওপরের কোনো শ্রেণীতে। চেয়ার কারের ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। তবে সর্বোচ্চ দুই স্তর পর্যন্ত এই আপগ্রেডেশনের সুবিধা পাবেন নিশ্চিত টিকিটধারী যাত্রীরা, কোনরকম অতিরিক্ত চার্জ ছাড়াই।

আরও বিস্তারিতভাবে বোঝালে বিষয়টা কিছুটা এরকম, ধরুন, আপনি টিকিট কেটেছেন স্লিপার ক্লাসের। ট্রেন ছাড়ার প্রায় চার ঘন্টা আগে তৈরি হওয়া প্রথম চার্টে যে সমস্ত এসি কোচের আসন খালি পড়ে থাকবে, সেগুলোকে ভারতীয় রেল স্বয়ংক্রিয়ভাবেই আপগ্রেড করে দেবে স্লিপার কোচ এবং সেকেন্ড ক্লাসের কনফার্ম টিকিটধারী যাত্রীদের দ্বারা। আবার আপনার থার্ড এসিতে কনফার্ম বুকিং থাকলে তা আপগ্রেড হতে পারে সেকেন্ডে বা ফাস্ট এসিতে। এইভাবেই যে কোন কনফার্ম টিকিট বুকিং করা যাত্রীদের আপগ্রেড হতে পারে তার ওপরের সর্বোচ্চ দুটি স্তর পর্যন্ত।

অন্যদিকে, ফার্স্ট এসি বা এক্সিকিউটিভ ক্লাসে আপগ্রেড শুধুমাত্র তার এক স্তর নীচের ক্লাস থেকেই হবে। অর্থাৎ 2A থেকে 1A, অথবা CC থেকে EC-এর মধ্যে।

আবার সেকেন্ড সেটিং থেকে আপগ্রেড হয়ে ভিস্টাডোম 2S অথবা চেয়ার কারে যাওয়া যেতে পারে।

এর ফলে ওয়েটিং লিস্টে থাকা টিকিটও আরএসি এবং কনফার্ম হয়ে যেতে পারে তাড়াতাড়ি। প্রবীণ যাত্রীরা লোয়ার বার্থের জন্যও এই অটো- আপগ্রেডেশনের আবেদন করতে পারেন। তবে নিশ্চিতভাবে বলা যায় না যে আপগ্রেডেশন হবেই।

এই সুবিধা পাওয়ার জন্য কী করতে হবে?

* বুকিংয়ের সময় ‘অটো আপগ্রেডেশন’ অপশনটি নির্বাচন করুন।

* আপনার টিকিট নিশ্চিত হতে হবে; ওয়েটিং লিস্টের টিকিট এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারবে না।

এই নিয়মের সীমাবদ্ধতা :

* ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের কোন আপগ্রেডেশনের সুবিধা নেই। তারা কেবলমাত্র যে সিটের জন্য টিকিট কেটেছেন, সেই সিটেই কনফার্মেশন -এর সুবিধা পেতে পারেন।

* একই PNR-এর সমস্ত যাত্রী একসাথে আপগ্রেড হন; যদি পর্যাপ্ত আসন না থাকে, তাহলে কেউই আপগ্রেড হবেন না। * কেবলমাত্র নিশ্চিত টিকিটধারীদের জন্যই এই সুবিধা বরাদ্দ।

* সম্পূর্ণ ভাড়া দিয়ে কাটা টিকিটে এই সুবিধা দেওয়া হবে। কোনরকম ছাড় ধার্য করা টিকিটের ক্ষেত্রে নয়।

* অটো আপগ্রেডেশনের ফলে এসি কোচের সিটগুলো ভর্তি হয়ে গেলে সেখানে আর শেষ মুহূর্তে বুকিং করা যাবে না।