Waiting Ticket Rules: রেলে ওয়েটিং লিস্টের নিয়মে বড় বদল, লাভ হবে যাত্রীদের
Railway Minister Ashwini Vaishnav: ভারতীয় রেলে (Indian Railways) প্রতিদিন গড়ে আড়াই কোটি যাত্রী যাতায়াত করেন। এই বিপুল সংখ্যক যাত্রীদের যাতে সুবিধা হয়, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

ভারতীয় রেলে ওয়েটিং লিস্ট সংক্রান্ত নিয়মে বদল আনা হয়েছে, এর ফলে যাত্রীদের সুবিধা হতে চলেছে
ভারতের বেশিরভাগ জনপ্রিয় রেল রুটেই টিকিট কাটতে গেলে অনেক সময় ওয়েটিং লিস্টে জায়গা পেতে হয়। এবার এই ওয়েটিং লিস্ট সংক্রান্ত নিয়মে বদল আনা হচ্ছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পরামর্শে রাজস্থানের বিকানেরে ওয়েটিং লিস্টের নতুন নিয়ম পরীক্ষামূলকভাবে চালু হয়েছে
ভারতীয় রেলের বিকানের ডিভিশনে ওয়েটিং লিস্ট সংক্রান্ত নতুন নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করার পরামর্শ দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই পরীক্ষা সফল হয়েছে।
বিকানেরের পর দেশজুড়ে ওয়েটিং লিস্টের নতুন নিয়ম কার্যকর করা হতে চলেছে
রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ, মুম্বইয়ের মতো বড় রুটগুলিতে ওয়েটিং লিস্ট সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।
এতদিন ৪ ঘণ্টা আগে ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হত কি না জানা যেত, এবার এই নিয়ম বদলাচ্ছে
ভারতীয় রেলের যে কোনও ট্রেনের যাত্রীদের চার্ট তৈরি করা হয় ৪ ঘণ্টা আগে। তখনই যাত্রীরা জানতে পারতেন ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হয়েছে কি না। এবার এই নিয়ম বদলে যাচ্ছে।
এবার থেকে যাত্রার ২৪ ঘণ্টা আগেই ট্রেনের যাত্রীরা জানতে পারবেন, টিকিট কনফার্ম হয়েছে কি না
ভারতীয় রেলের যে কোনও ট্রেনে ওয়েটিং লিস্টের টিকিট থাকলে যাত্রার ২৪ ঘণ্টা আগেই যাত্রীরা জানতে পারবেন সেই টিকিট কনফার্ম হয়েছে কি না।
ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম না হলে যাত্রীরা অন্য কোনও সিদ্ধান্ত নিতে পারবেন
এতদিন চার ঘণ্টা আগে ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম না হলে যাত্রীদের বিকল্প পথ বেছে নিতে সমস্যা হত। এবার ২৪ ঘণ্টা আগেই জানতে পারলে সুবিধা হবে।
ট্রেনের টিকিট কনফার্ম না হলে অন্য কোনও মাধ্যমে ভ্রমণ করতে পারেন যাত্রীরা
২৪ ঘণ্টা আগে ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ার কথা জানতে পারলে যাত্রীরা বাস, উড়ানে ভ্রমণের সিদ্ধান্ত নিতে পারেন।
ট্রেনের টিকিট কনফার্ম না হলে তৎকালের মাধ্যমেও চেষ্টা করতে পারেন যাত্রীরা
ভারতীয় রেলের তৎকাল টিকিট কাটার নির্দিষ্ট সময় আছে। তার আগেই যাত্রীরা ওয়েটিং লিস্টের বিষয়ে জানতে পারলে তৎকালে টিকিট কাটার চেষ্টা করতে পারেন।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এই উদ্যোগে কোটি কোটি যাত্রীর সুবিধা হবে
ওয়েটিং লিস্ট সংক্রান্ত নিয়মে বদল হওয়ার ফলে সারা দেশে কয়েক কোটি যাত্রীর সুবিধা হতে চলেছে।
ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম না হলে সব যাত্রীরই অসুবিধা হয়, তবে আগে জানতে পারলে সুবিধা হয়
ওয়েটিং লিস্টে টিকিট থাকলে সব যাত্রীই কনফার্ম হওয়া নিয়ে দোলাচলে থাকেন। তাই আগে থাকতে এ বিষয়ে জানতে পারলে সুবিধা হয়।

