IndiGo Flight: দিল্লী থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর একটি বিমানে বোমাতঙ্ক। সেই হুমকির কারণে, লখনউতে জরুরি অবতরণ করতে বাধ্য হয় সেটি।
IndiGo Flight: দিল্লী থেকে ওড়ার পরেই ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক! লখনউতে জরুরি অবতরণ বিমানের (indigo flight bomb threat news)। বাগডোগরার দিকে রওনা হওয়া ইন্ডিগোর একটি বিমান বোমাতঙ্ক। হুমকির পরেই জরুরি অবতরণ করে সেই বিমানটি। লখনউ বিমানবন্দরে অবতরণ করে সেটি। বিমানের শৌচাগারের ভিতর থেকে পাওয়া যায় একটি টিস্যু পেপার। সেখানেই বোমার হুমকি লেখা ছিল (indigo flight bomb threat)। বিমানটি অবতরণের পর, ব্যাপক তল্লাশি শুরু হয়। তবে গোটা বিমান জুড়ে তল্লাশি করা হলেও কোনও বোমা পাওয়া যায়নি।
যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা
ইন্ডিগোর 6E 6650 নম্বর বিমানে এই বোমার হুমকি দেওয়া হয়। খবর পেয়েই কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত জানানো হয় এবং বিমানটিকে লখনউতে অবতরণ করানো হয়। ইন্ডিগো একটি প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে, যাত্রী, কর্মী এবং বিমানের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই হুমকির পরেই বিমানটিকে অবতরণ করানো হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে যে, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।
জানা যাচ্ছে, বিমানের শৌচাগার থেকে পাওয়া টিস্যু পেপারে শুধু ইংরেজিতে 'বোমা' শব্দটি লেখা ছিল। বোম্ব স্কোয়াড এবং সিআইএসএফ-এর একটি বিশেষ দল লখনউতে বিমানটিকে পরীক্ষা করে। জানা গেছে, বিমানটি রবিবার সকালে ৮:৪৬ মিনিটে দিল্লী থেকে রওনা দেয় এবং তারপর ৯:১৭ মিনিটে, লখনউতে অবতরণ করে। তল্লাশির পরেও বিমানে কোনও বোমা পাওয়া যায়নি।
দিল্লী থেকে ওড়ার পরেই ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। সেইজন্যই, লখনউতে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েই বিবেচনা করে লখনউ বিমানবন্দরে অবতরণ করানোর নির্দেশ দেওয়া হয়।
বিমানের শৌচাগারের ভিতর থেকে পাওয়া যায় একটি টিস্যু পেপার। সেখানেই বোমার হুমকি লেখা ছিল। যদিও বিমানটি অবতরণের পরেই, শুরু হয়ে যায় ব্যাপক তল্লাশি। তবে গোটা বিমান জুড়ে তল্লাশি করা হলেও কোনও বোমা পাওয়া যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


