
Sonam Raghuvanshi : স্বামী খুন, স্ত্রী নিখোঁজ! শেষমেশ রহস্যভেদ মেঘালয়ে! গ্রেফতার সোনম
Indore Missing Couple Case : ইন্দোরের এক নবদম্পতি বিয়ের এক সপ্তাহ পর হানিমুনে গিয়েছিলেন মেঘালয়ে। কিন্তু সেখান থেকেই শুরু হয় রহস্য। হঠাৎই নিখোঁজ হয়ে যান দুজনেই। কয়েকদিন পর উদ্ধার হয় স্বামীর ক্ষত-বিক্ষত দেহ।
ইন্দোরের এক নবদম্পতি বিয়ের এক সপ্তাহ পর হানিমুনে গিয়েছিলেন মেঘালয়ে। কিন্তু সেখান থেকেই শুরু হয় রহস্য। হঠাৎই নিখোঁজ হয়ে যান দুজনেই। কয়েকদিন পর উদ্ধার হয় স্বামীর ক্ষত-বিক্ষত দেহ। স্ত্রীর কোনও খোঁজ মিলছিল না, ফলে রহস্য আরও গভীর হতে থাকে। শেষমেশ, মেঘালয় থেকেই উদ্ধার হয় সদ্যবিবাহিতা স্ত্রী। তবে এখানেই গল্পে আসে নাটকীয় মোড়। পুলিশি তদন্তে উঠে আসে এমন সব তথ্য, যা ইঙ্গিত দেয় এই খুন পূর্বপরিকল্পিত হতে পারে। স্ত্রীর জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। প্রেম, বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্র—সব মিলিয়ে ঘটনাটি রূপ নিচ্ছে এক চাঞ্চল্যকর অপরাধ কাহিনিতে।