ইন্টারনেট ছাড়া আজকাল কল্পনাই করা যায় না। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) -এর ২০২৫ এর মার্চ মাসের রিপোর্টে দেখা দিচ্ছে দেশের ইন্টারনেট ব্যবহারের অভ্যাস কী হারে বদলাচ্ছে? গ্রামীণ উন্নতি ডিজিটাল ভারতে কতটা সহায়ক।
গত কয়েক বছরে ভারতের ইন্টারনেট ব্যবহারের গ্রাফ অনেকটা পরিবর্তন হয়েছে। অনলাইনে পড়াশোনা থেকে শুরু করে টাকা লেনদেনের সুবিধা, সরকারি ক্ষেত্রে ফর্ম ফিলাপ, আবার বিনোদনও পাল্লা দিয়ে চলছে ইন্টারনেট ব্যবহারেই। শহর তো বটেই, এখন বদলেছে গ্রামাঞ্চলও। মোবাইল ফোনের সহজলভ্যতা, সাশ্রয়ী ডেটা প্যাক, এবং ডিজিটাল পরিষেবার প্রসার -এই সবের জোরে শহর ও গ্রামের মানুষের পাল্লা দিয়ে ঝোঁক বেড়েছে ইন্টারনেট পরিসেবার ক্ষেত্রে। শুধু মোবাইল ইন্টারনেট ব্যবস্থা নয় 5G AirFiber, Fixed Wireless Access এর সাবস্কারইবারের সংখ্যাও শহরের তুলনায় গ্রামেই বেশি।
ডেটা কী বলছে?
সরকারি ও বেসরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ভারতের মোট ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৫৩% এখন গ্রামাঞ্চলের। শুধুমাত্র ২০২৪ সালেই প্রতি মাসে গড়ে একজন গ্রামীণ ব্যবহারকারী প্রায় ২০–২৫ GB ডেটা ব্যবহার করেছেন, যা শহরের গড় ব্যবহারকারীর কাছাকাছি। কয়েক বছর আগে যা ছিল মাত্র ৩ থেকে ৫ GB মাত্র।
টেলিকম সাবস্ক্রিপশনের বৃদ্ধির দিক থেকে গ্রামীণ এলাকা শহরের তুলনায় অনেক এগিয়ে। শহরাঞ্চলে যেখানে বৃদ্ধির হার মাত্র ০.০৬%, সেখানে গ্রামাঞ্চলে তা দাঁড়িয়েছে ০.৪৯%-এ। সংখ্যার হিসাবে শহরে নতুন সংযোগ এসেছে প্রায় ৩৭ লক্ষ, আর গ্রামে সেই সংখ্যা পৌঁছেছে ২৫৭ লক্ষে।
5G এইরফাইবার
মোবাইল ডেটার পাশাপাশি এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে 5G Fixed Wireless Access (FWA) পরিষেবা, যাকে AirFiber ও বলা যায়। এটি একট বাড়ি এবং ছোট অফিসে ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে।
বর্তমানে ভারতে প্রায় ৬.৮ মিলিয়ন মানুষ 5G AirFiber পরিষেবা ব্যবহার করছেন। এর মধ্যে রিলায়েন্স জিও সবচেয়ে এগিয়ে রয়েছে। তাদের গ্রাহক সংখ্যা ৫.৬ মিলিয়ন, যা এই পরিসেবার প্রায় ৮২% মার্কেট শেয়ার। এয়ারটেল দ্বিতীয় স্থানে রয়েছে, তাদের গ্রাহক সংখ্যা ১.২ মিলিয়ন।
নতুন সংযোগে কোন টেলিকম এগিয়ে?
২০২৫ সালের মার্চ মাসে নতুন মোবাইল সংযোগে রিলায়েন্স জিও সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে। তারা পেয়েছে ২.১৭ মিলিয়ন নতুন সংযোগ।
5G AirFiber পরিষেবাতেও জিওর অবদান সবচেয়ে বেশি—তারা ৩.৪ লক্ষ নতুন সংযোগ পেয়েছে, যেখানে এয়ারটেলের সংযোগ সংখ্যা ১.৬ লক্ষ।
ওয়্যারলাইন ব্রডব্যান্ডেও জিও এগিয়ে—তাদের নতুন গ্রাহক সংখ্যা ১.৫ লক্ষ এবং এয়ারটেল পেয়েছে ৭০ হাজার।


