- Home
- India News
- বড় খবর! চলতি বছরে বাতিল হয়ে যাচ্ছে পুরনো ৫০ এবং ১০০ টাকা নোট? জেনে নিন কী বার্তা দিল RBI
বড় খবর! চলতি বছরে বাতিল হয়ে যাচ্ছে পুরনো ৫০ এবং ১০০ টাকা নোট? জেনে নিন কী বার্তা দিল RBI
বাঁকুড়া জেলার কিছু ব্যবসায়ী পুরনো ৫০ ও ১০০ টাকার নোট নিতে অস্বীকার করায় বিভ্রান্তি ছড়িয়েছে। তবে, জেলা প্রশাসন জানিয়েছে এই নোটগুলি বৈধ এবং তা নিতে অস্বীকার করা শাস্তিযোগ্য অপরাধ। RBI-এর তরফে এই নোট বাতিলের কোনও খবর এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।

নতুন বছরের শুরুতে রইল বিরাট চমক। এবার শোনা যাচ্ছে, নতুন বছরে বাতিল হয়ে যাচ্ছে ৫০ এবং ১০০ টাকা নোট। জেলার বিভিন্ন এলাকায় কিছু ব্যবসায়ী এবার পুরনো ৫০ এবং ১০০ টাকার নোট নিতে অস্বীকার করছে বলে অভিযোগ। সবজির বাজার থেকে শুরু করে যে কোনও দোকানেই এই ঘটনা ঘটে চলেছে। তবে, সত্যিই কি বাতিল হয়ে যাচ্ছে ৫০ এবং ১০০ টাকা নোট?
সদ্য প্রকাশ্যে এসেছে এক বিশেষ ঘটনা। জানা গিয়েছে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় কিছু ব্যবসায়ী এবার পুরনো ৫০ এবং ১০০ টাকার নোট নিতে অস্বীকার করছে। এই খবর প্রকাশ্যে আসতেই সক্রিয় হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। এক প্রশাসনিক আধিকারিক বলেছেন, দেশে যে নোট বা কয়েক আইনত চালু রয়েছে, তা নিতে অস্বীকার করা সত্যিই শাস্তিযোগ্য অপরাধ। পুরনো ৫০ ও ১০০ টাকার নোট কিংবা এক টাকার কয়েক সব কিছুই বৈধ মুদ্রা। কেউ যদি এই নোট নিতে অভিযোগ তোলে, তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের তরফে ব্যবসায়ীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, চালু মুদ্রা লেনদেনে কোনও বাধা সৃষ্টি করা যাবে না।
ঘটনাটি বাঁকুড়ার হলেও অনেক জায়গায় পুরনো ৫০ ও ১০০ টাকা নিয়ে সমস্যায় পড়তে হয় অনেককে। এখন প্রশ্ন হল কেন বাড়ছে এই সমস্যা। বিশেষজ্ঞের মতে, এক দশক আগে বড় নোট বাতিলের পর ধাপে ধাপে নতুন ডিজাইনের নোট বাজারে আনছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।
অনেকের মতে, পুরনো ৫০ ও ১০০ টাকার নোট তুলনায় আকারে অনেকটাই বড় এবং নতুন নোট ছোট হওয়ার কারণে ক্রেতা- বিক্রেচা উভয়ই নতুন নোটে অভ্যস্ত হয়ে পড়েছেন। যে কারণে অনেকে পুরনো নোট নিতে চান না।
তবে, পুরনো ৫০ এবং ১০০ টাকা নোট বাতিলের খবরটা অনেক জায়গায় শোনা গেলেও তার কোনও নিশ্চিত তথ্য মেলেনি। আপাতত RBI -র পক্ষ থেকে এই নোট বাতিল নিয়ে কোনও খবরই আসেনি।

