সংক্ষিপ্ত

হামাসের পক্ষ থেকে প্রকাশিত ভিডিও-এ দেখা যাচ্ছে সেনা পোশাকে সজ্জিত জঙ্গিরাই আগলে রাখছে ইজরায়েলের অপহৃত শিশুদের।

পরনে সেনা পোশাক, কাঁধে ঝুলছে বন্দুক, ধারালো অস্ত্র। আর এই সাজেই ইজরায়েলের অপহৃত শিশুদের ‘শুশ্রূষা’ হামাস বাহিনীর একদল যোদ্ধা। কেউ গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আবার কেউ তাদের জল খাইয়ে দিচ্ছে। সম্প্রতি হামাসের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিও-এ এমনই দৃশ্য দেখা গিয়েছে। শুক্রবার সকালে এই ভিডিও প্রকাশ করে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস (ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)।

হামাসের পক্ষ থেকে প্রকাশিত ভিডিও-এ দেখা যাচ্ছে সেনা পোশাকে সজ্জিত জঙ্গিরাই আগলে রাখছে ইজরায়েলের অপহৃত শিশুদের। তাদের জুতোর ফিতে বেঁধে দেওয়া থেকে তাদের সঙ্গে খেলা, সেবাযত্ন সবই করছেন তারা। একদিকে এই মানবিকতার দৃশ্য অন্যদিকে মায়ের পেট থেকে বাচ্চা টেনে বার করে হত্যা করারও নজির রাখে এই হামাস বাহিনী। উল্লেখ্য গতকালই হামাসের বিরুদ্ধে অপহৃত শিশুদের গলা কেটে খুনের অভিযোগ এনেছিল ইজ়রায়েল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছিল মৃত শিশুদের ছবিও। এবার এই ভিডিও সেই অভিযোগেরই জবাব বলে মনে করা হচ্ছে। তবে আন্তজাতিক মহলে হামাসের এই 'মানবিকতা'র ভিডিও কতটা ফলদায়ী হবে সেবিষয় সন্দেহ থেকেই যাচ্ছে।

 

 

অন্যদিকে আইডিএফ-এর পক্ষ থেকে প্রকাশ করা অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে নোভা মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন বাথরুমে ঘুকে নির্বিচারে গুলি চালাচ্ছে। শুক্রবার হামাসের পক্ষ থেকে শিশুদের যত্ন নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পরই এই ভিডিওটি নিজেদের এক্স হ্যান্ডেল (পূর্বতন টুইটার) থেকে পোস্ট করে আইডিএফ। সঙ্গে ক্যাপশনে আইডিএফ-এর তরফে লেখা হয়,'হামাস কাউকে ভালোবাসে না, তারা কেবল হত্যা করে।'

 

 

YouTube video player