Indians Rescue Israel : ১৬৫ ভারতীয়ের 'ঘরে ফেরা', দিল্লিতে নামল বায়ুসেনার বিশাল সি-১৭ বিমান

Indians Rescue Israel : ইজরায়েল-ইরান সংঘর্ষের আবহে পশ্চিম এশিয়ায় উদ্ভূত উত্তেজনার মধ্যে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতীয় বিমান বাহিনী চালালো 'অপারেশন সিন্ধু'। বিশেষ সি-১৭ বিমান ব্যবহার করে মোট ১৬৫ জন ভারতীয়র ঘরে ফেরা

Share this Video

Indians Rescue Israel : ইজরায়েল-ইরান সংঘর্ষের আবহে পশ্চিম এশিয়ায় উদ্ভূত উত্তেজনার মধ্যে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতীয় বিমান বাহিনী চালালো 'অপারেশন সিন্ধু'। এই অভিযানে জর্ডন থেকে বিশেষ সি-১৭ বিমান ব্যবহার করে মোট ১৬৫ জন ভারতীয় নাগরিককে নিরাপদে দিল্লিতে আনা হয়। 

আজ সকালে বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের স্বাগত জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল. মুরুগান। উদ্ধার হওয়া নাগরিকরা কেন্দ্রের এই তৎপরতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘর্ষ পরিস্থিতির দিকে নজর রাখছে বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রক। প্রয়োজনে আরও উদ্ধারের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাহিনী।

এই উদ্ধার অভিযান ভারতের দ্রুত প্রতিক্রিয়া এবং মানবিক দায়িত্ব পালনের নিদর্শন বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

Related Video