- Home
- India News
- জম্মুতে রেকর্ড বৃষ্টি, বৈষ্ণোদেবীর পথে ধস, লাফিয়ে বাড়ছে মৃত্যু, এখনও পর্যন্ত মিলেছে ৩৪ জনের মৃত্যুর খবর
জম্মুতে রেকর্ড বৃষ্টি, বৈষ্ণোদেবীর পথে ধস, লাফিয়ে বাড়ছে মৃত্যু, এখনও পর্যন্ত মিলেছে ৩৪ জনের মৃত্যুর খবর
বৈষ্ণোদেবীতে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪। জম্মু-কাশ্মীর জুড়ে ভারী বৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত জনজীবন, বন্ধ রেল ও সড়ক যোগাযোগ।

ভারী বৃষ্টিতে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীর। শ্রীনগরে ফুঁসছে ঝিলম নদী। জলস্তর বিপদসীমা ছুঁইছুঁই। মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টির জেলে বৈষ্ণোবদেবী পথে নেমেছিল ধস। অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবার মিলল আরও এক খারাপ খবর। জানা গিয়েছে, ফের বড়ল মৃত্যু সংখ্যা।
মঙ্গলবার বৈষ্ণবদেবী যাওয়ার পথে নাম ভূমিধস। তাতে মৃত্যু হয়েছে ৩৪ জনের। তেমনই আহত ও নিখোঁজের সংখ্যা অনেক বলে জানা যাচ্ছে। বৈষ্ণবদেবী মন্দিরের কাছেই নেমেছিল ধস। সেখানেই কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিকে এক নাগারে বৃষ্টি, ভমি ধস ও দুর্গম পথের কারণে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। বৈষ্ণোদেবীর পথে ধসে নিহতদের দেহ কাটরা থেকে নিয়ে আসা হয়েছে জম্মুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। নিহতদের মধ্যে পঞ্জাব, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বাসিন্দা।
কাটরার এক হাসাতালে ১৩ জন আহত পূণ্যার্থী ভর্তি রয়েছে। বুধবার তাঁদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ। তাঁদের স্বাস্থ্যের খবর নেন। নিহতদের পরিবারপিছু ৯ লক্ষ আর্থিক সহায়তা ঘোষণা করেন।
এদিকে ডোডা জেলায় মেঘভাঙা বৃষ্টিতে হড়পা হানের জেরে বন্ধ করতে হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। একাধিক জায়গায় নতুন করে ভূমিধস নেমেছে। তারই মধ্যে বাতিল হয়েছে ১৮টি ট্রেন। সেগুলোর মধ্যে সাতটি ট্রেন ছাড়ার কথা ছিল মাতা বৈষ্ণোদেবী যাত্রার বেসক্যাম্প কাটরা থেকে। উধমপুর থেকে ছাড়া দুটি ট্রেন ও জম্মু থেকে ছাড়া একটি ট্রেন বাতিল করা হয়েছে। কাটরা এবং উধমপুরগামীও ট্রেন বাতিল করে দিয়েছে রেল। এদিকে চাক্কি নদীর তীর ভেঙে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় রেলযোগাযোগ।

