Jammu Kashmir News: শুক্রবার রাত ১২টা পর্যন্ত, এই সমস্ত এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে বলে জানা গেছে। গোটা এলাকায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্যরা ঢুকে পড়েছে বলে সূত্রের খবর।
Jammu Kashmir News: জম্মু-কাশ্মীরে জোরালো অপারেশন চালাচ্ছে সেনা (jammu kashmir news today)। জম্মু-কাশ্মীরে এই মুহূর্তে নিরাপত্তাবাহিনী চিরুনিতল্লাশি চালাচ্ছে। কিশ্তওয়ারের বিস্তীর্ণ অঞ্চলে কার্যত, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা (anti terror operation in jammu and kashmir)।
শুক্রবার রাত ১২টা পর্যন্ত, এই সমস্ত এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে বলে জানা গেছে। গোটা এলাকায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্যরা ঢুকে পড়েছে বলে সূত্রের খবর। গোয়েন্দারা এমনটাই মনে করছে। তাই চিরুনিতল্লাশি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।
দেশদ্রোহীদের ছাড় নয়
গোপন সূত্রে খবর আসে বৃহস্পতিবার রাতে। এরপরেই কিশ্তওয়ারে জঙ্গিদের খোঁজে গ্রামে গ্রামে চিরুনিতল্লাশি শুরু করে ভারতীয় সেনা এবং নিরাপত্তারক্ষীদের যৌথবাহিনী। জঙ্গিরা যাতে নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পারে, সেইজন্যই ঐ অঞ্চলে রাতের মধ্যেই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বারামুলার সিংহপোরা, কিশ্তওয়ারের ছত্রু এবং চিঙ্গম এলাকায় ইন্টারনেট বন্ধ রয়েছে পুরোপুরিভাবে।
২জি, ৩জি, ৪জি বা ৫জি, কোনও পরিষেবাই শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পাওয়া যাবে না। পুলিশ জানিয়েছে, এই সমস্ত এলাকার ৬ কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত, ইন্টারনেট পাওয়া যাবে না। নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী মনে করছে প্রশাসন?
গোয়েন্দারা অনুমান করছেন, ছত্রু এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে। পাকিস্তান থেকে নিরাপত্তার ফাঁক গলে তারা ভারতে ঢুকে পড়েছে।তাই তল্লাশি চলছে ছত্রুর নইদগাম এবং আরিগাম দ্বাথর এলাকায়। তবে এখনও পর্যন্ত, কাউকেইপাকড়াও করা যায়নি।
প্রসঙ্গত, গত সপ্তাহে কাশ্মীরের কাঠুয়াতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় এক পাকিস্তানি জঙ্গির। তাঁর সঙ্গেও জইশ-ই-মহম্মদের যোগাযোগ ছিল বলে অনুমান গোয়েন্দাদের। গত শুক্রবার, সেই ঘটনার এক সপ্তাহের মাথায় আবারও কিশ্তওয়ারের আশেপাশে জইশের গতিবিধির খবর পাওয়া যাচ্ছে।
কাশ্মীরের বিভিন্ন প্রান্তে এই পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী সক্রিয় হতে চাইছে বলে মনে করছেন গোয়েন্দারা। তবে এখনই সেই পরিকল্পনা শেষ করে দিতে চাইছে নিরাপত্তাবাহিনী। জঙ্গিরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখার কাজ চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


