Kargil Vijay Diwas : কার্গিল যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি-কথা শোনালেন তাশি নামগিয়াল

কার্গিল সীমান্তে বরফ ঢাকা ছিল। সেখানেই প্রথম অপরিচিত পাঁচ-ছয় জনকে দেখতে পান স্থানীয় বাসিন্দা তাশি নামগিয়াল। খবর দেন ভারতীয় সেনা বাহিনীর এক সদস্য বলবীন্দর সিংকে। এই ঘটনার মাত্র আট দিনের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়।

/ Updated: Jul 25 2024, 08:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কার্গিল সীমান্তে বরফ ঢাকা ছিল। সেখানেই প্রথম অপরিচিত পাঁচ-ছয় জনকে দেখতে পান স্থানীয় বাসিন্দা তাশি নামগিয়াল।  নিজের প্রয়োজনেই  পাহাড়ে উঠেছিলেন। অপরিচিতদের দেখেই সন্দেহ হয়। খবর দেন ভারতীয় সেনা বাহিনীর এক সদস্য বলবীন্দর সিংকে। সমস্ত কথা খুলে বলেন। এই ঘটনার মাত্র আট দিনের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। কার্গিল যুদ্ধের সময় বাটালিক সেক্টরে ফৌজের জন্য জল রেশন সরবরাহ করেছিলেন।  তিন মাস ধরে লড়াই হয়েছিল। ভারতীয় সেনা বাহিনীও তাদের সাহায্য করছিল।