Kashmir Attack : একদিকে পহেলগাঁও কাণ্ড, অন্যদিকে পাক হাই কমিশনে 'কেক' খেয়ে উদযাপন! ভাইরাল ভিডিও

Pak High Commission Delhi : কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়াল পাকিস্তান। দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের সামনে এক কর্মকর্তাকে কেক বহন করে ভিতরে প্রবেশ করতে দেখা গেছে

Share this Video

Pak High Commission Delhi : কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়াল পাকিস্তান। দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের সামনে এক কর্মকর্তাকে কেক বহন করে ভিতরে প্রবেশ করতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ভারত যখন এই হামলার কড়া নিন্দা করে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থান কঠোর করছে, তখন এই 'কেক কাণ্ড'কে অনেকেই অসংবেদনশীল ও উদ্দেশ্যমূলক বলে সমালোচনা করছেন। বহু মানুষ প্রশ্ন তুলেছেন, শহিদদের প্রতি সম্মান জানানো দূরে থাক, পাকিস্তান কি এই অবস্থায় উদযাপনের মনোভাবে আছে?

এই ঘটনার পর দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের সামনে প্রতিবাদ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা পাকিস্তান বিরোধী স্লোগান দেন এবং হামলার দায়ীদের বিচারের দাবি জানান।

ঘটনাটি এখন ‘কেক কাণ্ড’ নামে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ভারতের জনমনে পাকিস্তানকে ঘিরে ক্ষোভ আরও তীব্র হয়েছে।

এই ঘটনার কূটনৈতিক প্রেক্ষাপট ও প্রতীকী বার্তা নিয়ে এখন রাজনৈতিক মহলেও চলছে তীব্র চর্চা।

Related Video