কেম্পে গৌড়ার মূর্তি উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, জানুন বীর সম্পর্কে

কেম্পে গৌড়ার মূর্তি ১০৮ ফুট উঁচু। বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা কেম্পে গৌড়াকে স্মরণ করে তৈরি করা হয়েছে। তিনি ছিলেন এই শহরের রূপোকার। 

/ Updated: Nov 11 2022, 04:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কেম্পে গৌড়ার মূর্তি ১০৮ ফুট উঁচু। বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা কেম্পে গৌড়াকে স্মরণ করে তৈরি করা হয়েছে। তিনি ছিলেন এই শহরের রূপোকার।  এটিতে সমৃদ্ধির মূর্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওয়ার্ড বুক অব রেকর্ড এই শংসাপত্র দিয়েছে। ২২০ 
টন ওজনের এই মূর্তিতে তলোয়ারের ওজন ৮ টন। নাদপ্রভু হিরিয়া কেম্পে গৌড়া, যিনি কেম্পে গৌড়া নামেও পরিচিত
বেঙ্গালুরু নির্মাতা তথা বিজয়নগরের সেনপতি ছিলেন তিনি। ১৫৩৭ সালে বেঙ্গালুরুর দায়িত্ব ছিল তাঁর হাতে। তিনি অনেক কন্নড় শিলালিপি তৈরি করেছিলেন। তিনি ছিলেন সেই সময়ের সফল শাসকদের মধ্যে একজন। মূর্তির মাধ্যমে তাঁকে স্থানীয়দের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন।