সংক্ষিপ্ত
ব্রহ্মপুরম ডাম্পিং গ্রাউন্ডের দায়িত্ব প্রাপ্ত সংস্থা নিয়ে চাঞ্চল্যকর কর তথ্য। কেরলের প্রাক্তন মুখ্যসচিবের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিল সংস্থার কর্তাব্যক্তিদের।
কেরলের কোচির ব্রহ্মপুরম ডাম্পিং গ্রাউন্ডের আগুনের যে সংস্থাকে কাঠগড়ায় তোলা হয়েছে সেই সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল কেরলের প্রাক্তন মুখ্যসচিব টম জোসের। কোচির এক মধ্যস্থতাকারী অজিক কুমার এশিয়ানেট নিউজকে জানিয়েছেন, জোন্টার প্রতিনিধিকার টম জোসের সঙ্গে দেখা করতে চেয়েছিল। সেই সময় টম জোস কোচিতে কেরলা শিপিং অ্যান্ড ইনল্যান্ড নেভিগেশন কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। পরবর্তীকালে টম জোস মুখ্য সচিবের দায়িত্ব নেন। সেই সময়ই তিনি করলের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন। সেই সময় জোন্টার প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিবেন। তার পরে চুক্তিটি অনুমোদিত হয়েছিল বলে অভিযোগ উঠেছে। যদিও টম জোস এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন তিনি কোনও মধ্যস্থতাকারীর সঙ্গে জেখা করেননি।
জোন্টা ইনফ্রাটেক ২০১৭-২৮ সালে কেরলে এসেছিল। প্রাথমিকভাবে কোম্পানির লক্ষ্য ছিল কোজিকোড়ে আবর্জনা প্রকল্পকে সুরক্ষা প্রদান করা। অজিত দাবি করেছেন, সংস্থার প্রতিনিধি ভিনু জোস টম জোসের সঙ্গে যোগাযোগ করার জন্য তাঁর সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় তিনি অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। অজিত আরেক মধ্যস্থতাকারী পাওলি অ্যান্টনির সঙ্গে দেখা করেছিলেন। পাওলি তাঁকে আরও একজন মধ্যস্থতাকারী, মোহন ভেটাথের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। যাতে তারা টম জোসের সঙ্গে দেখা করতে পারে। তারপরই টম জোসের কাছে কোম্পানির প্রোফাইল জমা পড়েছিল বলেও দাবি করেছেন তিনি।
অজিত আরও বলেছেন, 'জোন্টা কোম্পানির প্রফাইল জমা দেওয়ার পরে আমি ও ভিনু জোস টম জোসের সঙ্গে দেখা করি। কিছুক্ষণে পরি সমস্ত অফিসিয়াল কাজ করেছিলেন মোহন ভেট্টাথ ও টম জোস। ' অজিতের অভিযোগ, টম জোস এই চুক্তি করার আগে সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলেন। চুক্তিটি হওার পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।
অজিতের দাবি 'মোহন ভেট্টা আমাদের জানিয়েছেন যে সমস্ত শীর্ষ কর্মকর্তা চুক্তিটি দেখেছেন। তাই আপনাপ ও পাওলির হস্তক্ষেপ করার প্রয়োজন নেই।' তিনি আরও জানিয়েছেন, টম জোসকে মুখ্যসচিব নিযুক্ত করার পরে মুখ্যমন্ত্রী যখন বিদেশ ভ্রমণ করেছিলেন তখন নেদারল্যান্ডসে জোন্টার আধিকারিকরা তাঁর সঙ্গে আলাদা করে দেখা করেছিলেন। বর্জ্য থেকে শক্তি তৈরি করার প্রকল্পে জোন্টা একাই টেন্ডার ভরে ছিল। তাদের সঙ্গেই চুক্তি হয়েছিল। ডোন্টা একটি উল্লেখযোগ্য টিপিংফি পেয়েছে। যা স্থানীয় সরকারগুলি কোম্পানিকে প্রদান করে। সেই সময়ই বর্জ্যের সুবিধে প্রদান করা হয়। মুখ্যসচিবের নেতৃত্বে কমিটিও ২০১৯ সালের মার্চ মাসে কর্পোরেশনের জন্য এই অনুকূল অবস্থাকে বিবেচনায় নিয়েছিল। পাওলি অ্যান্টনি যাকে টম জোসের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অজিত উল্লেখ করেছেন। তিনি জোন্টার এমডি রাজকুমার চেল্লাপানের সঙ্গে ৩.৫ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছেন বলে মনে করা হয়। যোগাযোগের জন্য, কোজিকোড় চুক্তি পাওয়ার পর পাওলি অন্যন্টনিকে জোস বাদ দিয়ে দিয়েছিলেন প্রজেক্ট থেকে।
এদিকে রাজ্য সরকার এখনও জোন্টা কোম্পানির বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করেনি। যা নিয়ে কেরলে ব্যপক উত্তেজনা তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ
খোতান- এখন চিনের দখলেও থাকলেও এটির অতীত ভারতের সঙ্গে যুক্ত, ভারতীয় সংস্কৃতির যোগ রয়েছে
আবার ধাক্কা কংগ্রেসে, অনিল অ্যান্টনির পরে এবার বিজেপি-তে প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি
কুড়মি আন্দোলনের জের, ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে ব্যবহাত ট্রেন পরিষেবা