Viral Video : অডি A4 গাড়ি চালিয়ে বাজারে সবজি বিক্রি করতে এলেন কেরলের কৃষক! দেখুন ভিডিও

সুজিত নামের এক তরুণ কৃষক সবজি বিক্রির জন্য একটি বিলাসবহুল অডি A4 সেডান ব্যবহার করে । কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেই যে নিজেকে অসহায় দরিদ্র দেখাতে হবে, সেই চেনা ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন কেরলের সুজিত।

/ Updated: Sep 30 2023, 11:51 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নিজের ক্ষেত থেকে শাক তুলছেন সবজি বিক্রেতা। তারপর সেই শাক বিক্রি করতে আসছেন স্থানীয় বাজারে । কিন্তু, সবজি বিক্রেতা কৃষক নিজে বাজারে শাক বিক্রি করতে আসেন চারচাকা গাড়ি চালিয়ে । তা-ও আবার বিলাসবহুল Audi A4 গাড়ি । সম্প্রতি কেরল রাজ্যে ধরা পড়েছে এমনই এক অবাক করা ছবি । কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেই যে নিজেকে অসহায় দরিদ্র দেখাতে হবে, সেই চেনা ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন কেরলের সুজিত। দেখুন ভিডিও