Viral Video : অডি A4 গাড়ি চালিয়ে বাজারে সবজি বিক্রি করতে এলেন কেরলের কৃষক! দেখুন ভিডিও

সুজিত নামের এক তরুণ কৃষক সবজি বিক্রির জন্য একটি বিলাসবহুল অডি A4 সেডান ব্যবহার করে । কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেই যে নিজেকে অসহায় দরিদ্র দেখাতে হবে, সেই চেনা ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন কেরলের সুজিত।

Share this Video

নিজের ক্ষেত থেকে শাক তুলছেন সবজি বিক্রেতা। তারপর সেই শাক বিক্রি করতে আসছেন স্থানীয় বাজারে । কিন্তু, সবজি বিক্রেতা কৃষক নিজে বাজারে শাক বিক্রি করতে আসেন চারচাকা গাড়ি চালিয়ে । তা-ও আবার বিলাসবহুল Audi A4 গাড়ি । সম্প্রতি কেরল রাজ্যে ধরা পড়েছে এমনই এক অবাক করা ছবি । কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেই যে নিজেকে অসহায় দরিদ্র দেখাতে হবে, সেই চেনা ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন কেরলের সুজিত। দেখুন ভিডিও

Related Video