মার্চের মধ্যেই দুই কিস্তিতে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, ভোটের আগেই কল্পতরু রাজ্য সরকার
দীর্ঘ দিন ধরেই রাজ্য সরকার আর সরকারি কর্মীদের মধ্য ডিএ নিয়ে টানাপোড়েন ছিল। তারই মধ্যে বড় ঘোষণা মহার্ঘ ভাতা নিয়ে।

ডিএ জট কাটতে পারে
দীর্ঘ দিন ধরেই রাজ্য সরকার আর সরকারি কর্মীদের মধ্য ডিএ নিয়ে টানাপোড়েন ছিল। তারই মধ্যে বড় ঘোষণা মহার্ঘ ভাতা নিয়ে।
দুই কিস্তিতে ডিএ
রাজ্য সরকারের অর্থমন্ত্রী কেএল বালাগোপাল জানিয়েছে বকেয়া থাকা দুটি কিস্তির ডিএ মিটিয়ে দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ করা হবে। মার্চ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দুটি কিস্তির বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করা হবে বলেও জানিয়েছেন।
বেতন সংশোধন
একই সঙ্গে বেতন সংশোধন নিয়েও বড় বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন বেতন সংশোধন বাবদ যে টাকা বকেয়া থাকবে তা চলতি অর্থবর্ষের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে।
দুই কিস্তিতে প্রদান
তিনি আরও জানিয়েছেন বকেয়া অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হবে। রাজ্য সরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ-এর সঙ্গে মিশিয়ে দেওযা হবে।
কল্পতরু সরকার
অর্থমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের গৃহঋণের ক্ষেত্রেই দুই শতাংশ ছাড় দেওয়া হবে।
এপ্রিল থেকেই সংশোধন
রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাস থেকেই সরকারি কর্মীদের ডিএ আর পেনশনভোগীদের ডিআর-এর সোংশোধিত হার কার্যকর করা হবে।
ভোটের আগে কল্পতরু কেরল সরকার
আগামী বছর বাংলার মত কেরলেও বিধানসভা ভোট। তার আগেই রীতিমত কল্পতরু করলের বাম সরকার।
পিনারাই বিজয়নের বড সিদ্ধান্ত
ভোটের আগে সরকারি কর্মীদের মন জয় করতে বকেয়া ডিএ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন পিনারাই। তেমনই জল্পনা কেরলের রাজনীতিতে।
বাংলায় বয়েকা রয়েছে ডিএ
বাংলার সরকারি কর্মীদেরও বকেয়া রয়েছে ডিএ। কিন্তু এখনও তা নিয়ে কোনও কথা বলেনি নবান্ন।
বাজেটে ডিএ
রাজ্যে জল্পনা তুঙ্গে গত দুই বছরের মত এবারও বাজেটেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে।