এশিয়ানেট নিউজের সাংবাদিকের নামে এফআইআর, কড়া প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের

এশিয়ানেট নিউজের চিফ রিপোর্টার আখিলা নন্দকুমারের নামে একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে কেরল পুলিশ। আর এতেই কেরল সরকারের বিরুদ্ধে আঙুল উঠেছে। পিনারাই বিজয়ন সরকারের বিরুদ্ধে খোদ অসন্তোশ ব্যক্ত করেছেন সিপিএম-এর অন্দরের বহু নেতা।

/ Updated: Jun 13 2023, 01:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কড়া ভাষায় কেরল সরকারকে আক্রমণ রাজীব চন্দ্রশেখরের। তাঁর মতে বামেদের পুরো আদর্শটাই দ্বিচারিতায় ভরা। বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্রে এরা মত প্রকাশের স্বাধীনতা হরণ হচ্ছে বলে আবেগভরা বয়ান দিতে থাকেন। অথচ, কেরলে বাম সরকারের নেতৃত্বাধীন সরকারের জামানায় যখন একজন সাংবাদিকের উপরে অনৈতিকভাবে পুলিশি অভিযোগ দায়ের হয় তখন এরা চূপ। এদের তখন আচমকাই মত প্রকাশের স্বাধীনতায় মার্কসের তালা লাগিয়ে দিতে হয়। আসলে মার্কস এবং বামপন্থা-এদের পুরো আদর্শটাই মিথ্যা ও দ্বিচারিতায় ভরা। এশিয়ানেট নিউজের চিফ রিপোর্টার আখিলা নন্দকুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, একটি কলেজের ফল প্রকাশ নিয়ে এক সাহসী প্রতিবেদন প্রকাশ করেছিলেন আখিলা। যার জন্য ক্ষুব্ধ কেরলের এসএফআই। আর আগেও এসএফআই-এর নেতৃত্বে এশিয়ানেট নিউজের দফতরে ঢুকে হামলার অভিযোগ ছিল। জানা গিয়েছে, কেরল এসএফআই-এর রাজ্য সম্পাদকের নির্দেশেই এই এফআইআর দায়ে হয়। যদিও, এই এফআইআর-এর তীব্র বিরোধিতা করেছেন কেরলের সিপিএম-এর রাজ্য সম্পাদক। তিনি সাফ জানিয়েছেন, এই এফআইআর-এর মানে বোধগম্য হচ্ছে না। তাঁর সুরেই সুর মিলিয়েছেন আরও অনেক সিপিএম নেতা।