সংক্ষিপ্ত

গ্রেফতারির যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে তার পরনে সাদা কুর্তা এবং মাথায় হলুদ পাগড়ি দেখা যাচ্ছে।

লুকোচুরি শেষ, অবশেষে আত্মসমর্পন খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং-এর। রবিবার পুলিশের কাছে ধরা দিলেন স্বঘোষিত শিখ ধর্মগুরু অমৃতপাল সিং। পঞ্জাবের মোগা জেলার রদে গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। প্রকাশ্যে এসেছে গ্রেফতারির ছবিও। চলতি বছরের ১৮ মার্চ থেকে ফেরার ছিলেন 'ওয়ারিস পঞ্জাব দে'-এর প্রধান অমৃতপাল। গ্রেফতারির যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে তার পরনে সাদা কুর্তা এবং মাথায় হলুদ পাগড়ি দেখা যাচ্ছে।

 

 

পঞ্জাব প্রসাশন সূত্রে জানা যাচ্ছে অমৃতপালকে আপাতত অসমের ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হবে। উত্তর-পূর্বের এই রাজ্যেই জেলবন্দী 'ওয়ারিস পঞ্জাব দে'-এর আরও আট কর্মী। জাতীয় নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। রবিবার সকালে টুইট বার্তায় অমৃতপালের গ্রেফতারির কথা জানায় পঞ্জাব পুলিশ। রাজ্যবাসীর কাছে কোনও ধরণের গুজবে কান না দিতে এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে অনুরোধও করা হয়েছে পুলিশের তরফে।