- Home
- India News
- কয়েক কোটি টাকার মালিক পরিণীতি চোপড়া, সন্তানের জন্মের আগে দেখুন রাঘব-পরিণীতির সম্পত্তির পরিমাণ
কয়েক কোটি টাকার মালিক পরিণীতি চোপড়া, সন্তানের জন্মের আগে দেখুন রাঘব-পরিণীতির সম্পত্তির পরিমাণ
এক নজরে দেখে নিন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার মোট সম্পদের পরিমাণ। পরিণীতির প্রায় ১৫ বছরের ফিল্মি কেরিয়ার

বাবা-মা হচ্ছে রাঘব-পরিণীতি!
একজন অভিনেত্রী। অন্যজন রাজনীতিবীদ। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা বিয়ে করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। বি-টাউনে কানাঘুষো জন্ম নিতে চলেছে তাদের প্রথম সন্তান। যদিও পরিণীতি বা রাঘব কেউ এই ব্যাপারে মুখ খোলেননি।
রাঘব-পরিণীতির সম্পত্তি
এক নজরে দেখে নিন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার মোট সম্পদের পরিমাণ। পরিণীতির প্রায় ১৫ বছরের ফিল্মি কেরিয়ার। আর রাঘব রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু চাটার্ড অ্য়াকাউন্টের ডিগ্রি রয়েছে। তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদ। বর্তমানে রাজ্যসভায় প্রশ্ন করে রীতিমত বিপাকে ফেলেন কেন্দ্রের বিজেপি সরকারকে।
রাঘব চাড্ডার সম্পত্তি
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাঘব চাড্ডার মোট সম্পত্তির পরিমাণ ৫০ লক্ষ টাকা। তাঁর ৩৬ লক্ষ টাকার একটি বাড়ি রয়েছে। মারুতি সুজুকি, সিইফট ডিজায়ার রয়েছে বাড়ির গ্যারাজে। সোনা রয়েছে ৯০ গ্রাম, যার মূল্য ৪.৯৪ লক্ষ টাকা। এছাড়াও ৬ লক্ষ টাকার বণ্ড শেয়ার ও ঋণপত্র রয়েছে।
পরিণীতির সম্পত্তির পরিমাণ
প্রায় ৬০ কোটি টাকার মালিক পরিণীতি চোপড়া। বিলাসবহুল গাড়ি রয়েছে। বান্দ্রায় সমুদ্র তীরে একটি বাড়ি রয়েছে। যা নিয়ে রীতিমত গর্ব রয়েছে পরিণীতির। এছাড়াও একাধিক ব্র্যান্ড থেকে প্রচুর অর্থ পান পরিণীতি।
বিলাসবহুল বিয়ে
রাঘব-পরিণীতির বিয়ে ছিল বলিউডের চর্চিত বিয়েগুলির মধ্যে একটি। রাজনীতি ও রঙিন পর্দার একাধিক ব্যক্তিত্বের উপস্থিতি ছিল। উদয়পুরের বিলাসবহুল লীলা প্যালেসে বিয়ের আসর বসেছিল তাঁদের। ভারতের সেলিব্রিটি দম্পতিদের মধ্যেও রাঘব ও পরিণীতি জনপ্রিয়।