- Home
- India News
- PM-Kisan থেকেও বড় সুযোগ, কৃষকদের সুবিধার্থে এল আরও ৫টি সরকারি প্রকল্প, জেনে নিন কী কী
PM-Kisan থেকেও বড় সুযোগ, কৃষকদের সুবিধার্থে এল আরও ৫টি সরকারি প্রকল্প, জেনে নিন কী কী
ভারত সরকার কৃষকদের আয় বৃদ্ধি, প্রযুক্তির সাথে সংযোগ এবং আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা, প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা থেকে কৃষি উড়ান যোজনা-সহ আরও কিছু।

কৃষকদের প্রকল্প
মোদী সরকার বিভিন্ন প্রকল্প এনেছে কৃষকদের জন্য়। ভারতে কৃষি নির্ভর কোটি কোটি কৃষক আজও সরকারের বহু গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে জানেন না। কৃষকদের আয় বৃদ্ধির জন্য, প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করার জন্য এবং বার্ধক্য বয়সে আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য সরকারে বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে। যার সুবিধা পেতে পারেন সারা দেশের সকল কৃষকেরা।
কৃষক সম্মান নিধি প্রকল্প
প্রতি বছর ৬ হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে কৃষক সম্মান নিধি প্রকল্পে। এছাড়াও এমন আরও বেশ কিছু প্রকল্প চালু আছে এই দেশে। যা কৃষকদের জন্য নিয়ে আসা হয়েছে। কৃষকদের জন্য লক্ষ টাকার সুবিধা, আজীবন পেনশন ও প্রাকৃতির দুর্যোগের সুরক্ষা প্রদান করতে পারে। জেনে নিন সেই সকল প্রকল্প কী কী।
প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা
প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা বেশ খ্যাত। ১৮ বছর থেকে ৪০ বছর বয়সী কৃষকেরা এই সুবিধা পেতে পারেন। এখানে কৃষক প্রতি মাসে ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত জমা দেন। সরকার সমপরিমাণ অর্থ প্রদান করে। ৬০ বছর বয়স হলে ৩ হাজার করে পেনশন পাবেন। যাদের বার্ধক্য আয় নেই তাদের জন্য এটি একটি বড় আর্থিক সহায়তা।
প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা
প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনার লক্ষ্য দেশের ১০০ পিছিয়ে পড়া কৃষি জেলার উন্নতি করে। কৃষকদের দেওয়া হবে প্রযুক্তিগত প্রশিক্ষণ, ফসল বৈচিত্র্য, আধুনিক বীজ, সংরক্ষণ ও বিপণনের সুবিধা। প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা চালু হয়েছে ১৬ জুলাই ২০২৫ থেকে।
কৃষি উড়ান যোজনা
কৃষি উড়ান যোজনার মাধ্যমে কৃষকের উৎপাদিত ফল, ফুল, সবজি, মাছ ও দুধ দেশের বড় বড় বাজারে দ্রুত ও নিরাপদে পৌঁছানো সম্ভব। বিশেষ করে উত্তর-পূর্ব, পাহাড়ি ও আদিবাসী অঞ্চলের কৃষকদের জন্য এটি অত্যন্ত উপকারী। ৫৮ টি এয়ারপোর্টের মাধ্যমে এই পণ্য পরিবরহন হয়, ফলে দাম বেশি পাওয়া যায়।
প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা
প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনাও কৃষকদের জন্য। কৃষকদের ড্রিপ ইরিগেশন, পুকুর নির্মাণ, খাল সংস্কার ও জল সংরক্ষণে আর্থিক সহায়তা দেওয়া হয়। বিশেষ করে যে সব এলাকায় বর্ষাকালই একমাত্র ভরসা, এখানে এই প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা প্রকল্প গ্রহণ করা হয়।

