বাড়ছে অবসরের বয়স! রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, কবে থেকে লাগু হবে নিয়ম?
রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে ৬২ করার পরিকল্পনা চলছে। অন্ধ্রপ্রদেশের সরকার এই নিয়ম বদল করতে চলেছে বলে খবর। মুলতুবি ডিএ, পিআরসি কমিশনে নিয়োগের বিষয়ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

রাজ্য সরকারি কর্মীদের সুখবর। বহুদিন ধরে ডিএ থেকে বেতন- সব নিয়ে খবরে আসছে রাজ্য কর্মীরা। এবার মিলল অবিশ্বাস্য খবর।
শোনা যাচ্ছে, বাড়ছে অবসরের বয়স। রাজ্য় সরকারি কর্মীদের জন্য সুখবর আসছে।
মুখ্যমন্ত্রীর নিজে দৃষ্টিপাত করেছেন এই বিষয়। এবার রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে ৬২ করার পরিকল্পনা চলছে।
সদ্য প্রকাশ্যে এল এমন খবর। অন্ধ্রপ্রদেশের সরকার বদল করতে চলেছে এই নিয়ম।
এপিএনজিও রাজ্যের সভাপতি শিব রেড্ডি ও সাধারণ সম্পাদক বিদ্যাসাগর এমনই আশ্বাস দেন।
তবে, কবে থেকে বয়স বাড়বে অবসরের তা এখনও জানানো হয়নি। অবসরের বয়স ৬০ থেকে ৬২ করা হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে।
অনেকে মনে করছেন ভোট জেরা জন্য নেতারা যেমন প্রতিশ্রুতি দিয়ে থাকেন, এই বিষয়টিও খানিকটা তেমনই।
অবসরের বয়স বৃদ্ধির সঙ্গে মুলতুবি ডিএ, পিআরসি কমিশনে নিয়োগের বিষয়ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে এখনও চলছে জল্পনা। এ বিষয় মেলেনি নিশ্চিত খবর।
সদ্য কেন্দ্রের ডিএ বেড়েছে ৩ শতাংশ। ফের ফেব্রুয়ারির শেষে ডিএ ঘোষণা হবে বলে খবর।