- Home
- India News
- 8th pay commission: এখনই কার্যকর হচ্ছে না অষ্টম বেতন কমিশন, বিরাট আপডেট দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
8th pay commission: এখনই কার্যকর হচ্ছে না অষ্টম বেতন কমিশন, বিরাট আপডেট দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
অষ্টম বেতন কমিশন গঠন হলেও, অর্থ প্রতিমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে বেতন বৃদ্ধিতে দেরির ইঙ্গিত মিলেছে। কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা দেবে। যদিও নয়া বেতন কাঠামো ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

চলতি বছরের শুরুতে অষ্টম বেতন কমিশনের কথা ঘোষণা করেছিল মোদী সরকার। সেই থেকে চলছে জল্পনা। ইতিমধ্যে গঠন হওয়ার পথে অষ্টম বেতন কমিশন। সব ঠিক থাকলে ১ জানুয়ারি থেকে মিলবে বাড়তি বেতন। কিন্তু, তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। এখন শোনা যাচ্ছে, এত দ্রুত মিলবে না বাড়তি টাকা বা পেনশন।
সূত্রের খবর, নভেম্বরে অষ্টম বেতন কমিশনের টার্ম অফ রেফারেন্সে অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা অধীর আগ্রহে রয়েছেন, কখন এই নয়া বেতন কমিশন লাগু হবে। এতে মাইনে ও পেনশন বেড়ে যাবে। কিন্তু, সদ্য এল খারাপ খবর। এখনই বাড়ছে না টাকা।
সদ্য সংসদে নয়া প্রশ্ন উত্থাপিত হয়েছিল। কবে থেকে বাড়তি টাকা মিলবে তা নিয়ে প্রশ্ন করা হয়। এই প্রসঙ্গে মন্তব্য করেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি বলেন, ‘অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে। ৩ নভেম্বর ২০২৫ তারিখের অর্থ মন্ত্রকের রেজোলিউশনের মাধ্যমে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের ToR অবহিত করা হয়েছে।’
কেন্দ্রীয় সরকার কখন তাদের সুপারিশ জমা দেবে এবং সেগুলো বাস্তবায়ন করবে- এই প্রশ্ন করা হয়। যার জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন যে ‘গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে বিজ্ঞাপিত প্রস্তাবে উল্লিখিত হিসাবে, অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন তার গঠনের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে সুপারিশ করবে।’
ভারতে প্রতি ১০ বছর অন্তর পে কমিশন গঠিত হয়। তা লাগু হতে ২ থেকে ৩ বছর সময় লেগে যায়। এদিকে চলতি বছরের শুরুতে বেতন কমিশনের কথা ঘোষণা করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর হবে। তবে, যা বোঝা যাচ্ছে এখনই বাড়বে না বেতন। এই বাড়তি টাকা পেতে আরও সময় লাগবে। টাকা পেতে দেরি হলেও ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর হবে।

