লক্ষ্মীর ভাণ্ডারকে দারুণ টেক্কা! এবার মাসে মাসে ২ হাজার টাকা প্রত্যেককে দেবে কেন্দ্র?
| Published : Dec 10 2024, 10:27 AM IST
লক্ষ্মীর ভাণ্ডারকে দারুণ টেক্কা! এবার মাসে মাসে ২ হাজার টাকা প্রত্যেককে দেবে কেন্দ্র?
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
প্রতিমাসে কড়কড়ে ২ হাজার টাকা দেবে মোদী সরকার। লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে দারুণ প্রকল্প আনল কেন্দ্র।
27
লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১ হাজার ও দেড় হাজার টাকা করে পান মহিলারা। এই প্রকল্প ভোট বাক্স ভরে দিয়েছে তৃণমূলের।
37
এবার লক্ষ্মীর ভাণ্ডারকেও টেক্কা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। দারুণ খবর দিল মোদী। এবার মাসে মাসে ২ হাজার টাকা করে দেবে কেন্দ্র।
47
তবে ৬০ বছর বা তার বেশি বয়সী সকলের নাগরীকরাই পাবেন এই টাকা। আবেদন করারও বেশ কিছু নিয়ম রয়েছে।
57
কেন্দ্রীয় পোর্টালে নাম নথিভুক্ত করেই এই টাকা পাওয়া যাবে। অফলাইন ও অনলাইন দুই ভাবেই নাম নথিভুক্ত করা যাবে এই প্রকল্পে।
67
নাম নথিভুক্ত করতে সমাজ কল্যান বিভাগ বা বৃদ্ধা পেনশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
77
নিকটস্থ ব্লক অফিসে গিয়েও নিযের নাম যুক্ত করতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।