- Home
- India News
- ললিত অশোক ব্যাঙ্গালোর হোটেলের ‘চিফ হ্যাপিনেস অফিসার’-কে চেনেন? মাসিক আয় শুনলেও অবাক হবেন
ললিত অশোক ব্যাঙ্গালোর হোটেলের ‘চিফ হ্যাপিনেস অফিসার’-কে চেনেন? মাসিক আয় শুনলেও অবাক হবেন
- FB
- TW
- Linkdin
পরিত্যক্ত অবস্থায় রাস্তায় ঘুরে বেরাচ্ছিল বার্নি।
কোথাও যাওয়ার জায়গা ছিল না তার। সেই দেখে মায়া হয় বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেল কর্তৃপক্ষের। কিন্তু, শুধুমাত্র বার্নির জন্য একটু জায়গার ব্যবস্থা করেই ক্ষান্ত হননি তাঁরা। ব্যবস্থা করে দিয়েছেন তার সবেতন চাকরিরও।
সহানুভূতি এবং ভালোবাসার গল্পে চলছে বার্নির জীবন।
সে একজন সেন্ট বার্নার্ড প্রজাতির কুকুর। কিন্তু, জীবিকার নিরিখে সে স্টিল সিটির ‘ললিত অশোক’ নামের পাঁচতারা হোটেলটির ‘চিফ হ্যাপিনেস অফিসার’, অর্থাৎ, প্রধান আনন্দের আধিকারিক।
প্রথম প্রথম এই হোটেলে খুব ভয় পেয়ে থাকত বার্নি
হোটেলের কর্মচারীরাই তাকে আন্তরিকভাবে গ্রহণ করে নিয়েছিলেন। ধীরে ধীরে দারুণ কর্মদক্ষ হয়ে ওঠে বার্নি। কাজ শিখে যাওয়ার পর তাকে দেওয়া হয় তার নিজস্ব আইডি কার্ড যেখানে লেখা ‘চিফ হ্যাপিনেস অফিসার’ উপাধি।
বার্নি এখন ললিত অশোক ব্যাঙ্গালোরের একজন সম্মানিত কর্মচারী,
রোজ সে লবি মিটিংয়ে যোগ দেয়, সমস্ত মানুষের কাছে আদর খাওয়ার দাবি করে এবং দারুণ সুন্দর অঙ্গভঙ্গি করে।
হোটেলের জেনারেল ম্যানেজার কুমার মনীশ জানিয়েছেন,
“ওর এই হোটেলে থাকা একটা আশ্চর্যজনক অভিজ্ঞতা। ও আমাদের অতিথি এবং কর্মচারীদের আনন্দিত করে তোলে। অতিথিরা এখানে থাকার সময় বার্নির সাথে হাঁটা, খাওয়ানো এবং আড্ডা দিতে পারেন। রাত্রিবেলা বার্নিকে তাঁরা লালন-পালনের জন্য রেখেও দিতে পারেন।”
অনেকে প্রশ্ন করেছেন, এখানে কাজ করার জন্য বার্নি কি বেতন পায়?
এর উত্তর হল, হ্যাঁ। বার্নি এই হোটেলের নিয়মিত সমস্ত কর্মচারীদের মতোই বেতন দেওয়া হয়। বেতন পেতে গেলে তাকে অতিথিদের জড়িয়ে ধরার এবং চুমু খাওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়।
সে সারাদিন কী করে?
বার্নি প্রত্যেকদিন সঠিক সময়ে কাজে আসে। নিজের আইডি কার্ড তার লোমশ গলায় ঝুলে থাকে। সে মিটিংয়ে যোগদান করে, নিজের ‘ঘেউ ঘেউ’ অথবা ‘উফ উফ’ দ্বারা সে তার সম্মতি বা অসম্মতি প্রকাশ করে এবং ব্যস্ত অথবা সমস্যায় থাকা কর্মচারীদের সান্ত্বনা দেওয়ার জন্য নিজের লেজ নাড়ায়। সবাইকে বিনামূল্যে আলিঙ্গন অফার করে। সে হোটেল কর্মীদের জন্য একটা সত্যিকারের ‘স্ট্রেস বাস্টার’ হিসেবে কাজ করে।
আরও পড়ুন-
PM Modi: খাবারে নিরামিষ, ঐতিহ্যে রাজকীয়তা, দেখে নিন মোদীর আরব যাত্রার ভিডিও
Katrina Kaif Birthday: এ কি কাণ্ড! চল্লিশের জন্মদিনের আগেই নিরুদ্দেশ হয়ে গেলেন ক্যাটরিনা কাইফ, কী বলছেন ভিকি কৌশল?
Weather News: আবহাওয়ায় বড় আপডেট! বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা
Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস