সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে অর্থ ও মাদকের ব্যবহার রুখতে সক্রিয় নির্বাচন কমিশন। বিভিন্ন রাজ্যে তল্লাশি চালানো হচ্ছে। টাকা, মাদক উদ্ধারও হচ্ছে।

সোমবার চলতি লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ। তার আগে তল্লাশি চালিয়ে প্রায় ৯,০০০ কোটি টাকা ও বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত ৮,৮৮৯.৭৪ কোটি টাকা ও বিভিন্ন দ্রব্য উদ্ধার হয়েছে। টাকার অঙ্ক ৯,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘চলতি লোকসভা নির্বাচনে অর্থশক্তি ও প্ররোচনার উপর আঘাত হানতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেই অনুযায়ী কাজ চালানো হচ্ছে। এর ফলে এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থাগুলি ৮,৮৮৯.৭৪ কোটি টাকা ও নেশার বস্তু উদ্ধার করেছে। লাগাতার নজরদারির ফলে মাদক, অন্যান্য নেশার দ্রব্যও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা টাকা ও নেশার দ্রব্যের পরিমাণ বাড়ছে।’

কয়েক হাজার কোটি টাকার মাদক উদ্ধার

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট যত টাকা ও নেশার দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে মাদকের পরিমাণই বেশি। মোট উদ্ধার হওয়া জিনিসপত্রের ৪৫ শতাংশই মাদক। টাকার হিসেবে যা ৩,৯৫৮ কোটি। ১ মার্চ শুরু হয়েছে টাকা ও মাদকের খোঁজে তল্লাশি। দেশের বিভিন্ন জেলায় তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন তদন্তকারী সংস্থা নিয়মিত নজরদারি চালাচ্ছে, প্রার্থীদের খরচের উপর নজর রাখছে, যাবতীয় তথ্য জোগাড় করছে। এর ফলেই নির্বাচনে দুর্নীতি রোখার ক্ষেত্রে সাফল্য পাওয়া যাচ্ছে।

টাকার চেয়ে বেশি বাজেয়াপ্ত নেশার বস্তু

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্ধার হওয়া ৮,৮৮৯ কোটির মধ্যে নগদের পরিমাণ মাত্র ৮৪৯.১৫ কোটি টাকা। ৫.৩৯ কোটি লিটার মদ বাজেয়াপ্ত হয়েছে। যার মূল্য ৮১৪ কোটি টাকা। এছাড়া ১,২৬০.৩৩ কোটি টাকার দামী জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া বাজেয়াপ্ত হওয়া অন্যান্য জিনিসপত্রের মূল্য ২,০০৬.৫৬ কোটি টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কোটিপতি রাজনাথ সিংএর সম্পত্তি দেখুন, প্রতিরক্ষামন্ত্রীর অস্ত্রের সম্ভারও চমকে দেওয়ার মত

ইডি-র উদ্ধার করা টাকা ভাগ করা হবে বিভিন্ন অ্যাকাউন্টে! তালিকায় থাকতে পারে আপনারটিও? বড় ঘোষণা কেন্দ্রের

নেই বাড়ি-গাড়ি-কোনও স্থাবর সম্পত্তি! বিজেপি প্রার্থী রেখা পাত্রের অ্যাকাউন্টে কত টাকা আছে জানেন?