সংক্ষিপ্ত
সম্প্রতি কর্ণাটকের একাধিক কংগ্রেস নেতা বিতর্কিত মন্তব্য করেছেন। এবার ব্যাডমিন্টন তারকা পারুপল্লি কাশ্যপের মা ও সাইনা নেহওয়ালের শাশুড়ি সিদ্ধেশ্বরাও কংগ্রেস নেতার আক্রমণের মুখে পড়লেন।
লোকসভা নির্বাচনের প্রচারে মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য এবং মহিলাদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে সরব হলেন সাইনা নেহওয়াল। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ব্যাডমিন্টন তারকা কর্ণাটকের এক কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে সাইনা লিখেছেন, ‘মহিলাদের রান্নাঘরেই সীমাবদ্ধ থাকা উচিত। কর্ণাটকের প্রথমসারির কংগ্রেস নেতা শামানুর শিবশঙ্করাপ্পাজি এটাই বলেছেন। তিনি দাবানাগেরের বিজেপি প্রার্থী গায়ত্রী সিদ্ধেশ্বরার প্রতি এই যৌনগন্ধী মন্তব্য করেছেন। যে দল বলে, লড়কি হুঁ লড় সকতি হুঁ, সেই দলের নেতার কাছ থেকে এই মন্তব্য আশা করা যায় না। আমি যখন খেলার মাঠে ভারতের হয়ে পদক জিতেছি, তখনও কি কংগ্রেস দলের মনে হয়েছে আমার কি করা উচিত? মেয়েরা ও মহিলারা যখন নিজেদের পছন্দের যে কোনও ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করার স্বপ্ন দেখছেন, তখন কেন এই ধরনের মন্তব্য করা হচ্ছে? একদিকে যখন আমরা নারীশক্তির বন্দনা করছি, প্রধানমন্ত্রী মোদী স্যারের নেতৃত্বে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে, তখন অন্যদিকে, নারীশক্তির অপমান করছেন এই ধরনের নারীবিদ্বেষী মানসিকতার লোকজন। এই ঘটনা সত্যিই হতাশাজনক।’
পাঁচবারের বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য
দাবানাগের দক্ষিণের পাঁচবারের কংগ্রেস বিধায়ক শিবশঙ্করাপ্পা। এবারের লোকসভা নির্বাচনে দাবানাগেরে কংগ্রেস প্রার্থী হয়েছেন শিবশঙ্করাপ্পার পুত্রবধূ প্রভা মল্লিকার্জুন। তাঁকে জেতানোর জন্য প্রচার শুরু করে দিয়েছেন শিবশঙ্করাপ্পা। এই প্রচারেই তিনি বিজেপি প্রার্থীকে আক্রমণ করলেন। এই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি।
শিবশঙ্করাপ্পাকে তোপ গায়ত্রীর
শিবশঙ্করাপ্পাকে আক্রমণ করে গায়ত্রী বলেছেন, ‘তিনি বলেছেন, আমাদের শুধু রান্নাঘরে থাকা উচিত এবং রান্না করা উচিত। আজ মেয়েরা কোন পেশায় আছে? আমরা আকাশেও উড়ছি। মেয়েরা কতটা উন্নতি করেছেন, সেটা এই বৃদ্ধ জানেন না। মেয়েরা কতটা ভালোবেসে বাড়ির পুরুষ, শিশু, বৃদ্ধদের জন্য রান্না করে, সেটা তিনি জানেন না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-