বিজেপি-র পক্ষ থেকে রাহুল গান্ধীকে 'পাপ্পু' বলে কটাক্ষ করা হয়। এরই পাল্টা হিসেবে উত্তরপ্রদেশের রায়বরেলির জনসভা থেকে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন রাহুল।

তিনি যা বলেন, নরেন্দ্র মোদী সেটাই নকল করেন। তাঁকে দিয়ে যা খুশি বলাতে পারেন। শুক্রবার উত্তরপ্রদেশের রায়বরেলির জনসভা থেকে এভাবেই মোদীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'আমি যা চাই প্রধানমন্ত্রীকে দিয়ে ঠিক সেটাই বলাতে পারি। আমি বলেছিলাম, নরেন্দ্র মোদীজি, আপনি কখনও আদানি, আম্বানির নাম বলেন না। দু'দিন পরেই নরেন্দ্র মোদী বললেন, আদানি-আম্বানি। আমি বলেছি, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টকা-টক-টকা-টক-টকা-টক টাকা পাঠিয়ে দেব। তারপর নিজের বক্তব্যে টকা-টক উল্লেখ করলেন প্রধানমন্ত্রী মোদী। আপনারা যদি চান প্রধানমন্ত্রী কোনও কথা বলুন, তাহলে আমাকে জানান। আমি বললেই সে কথা বলবেন প্রধানমন্ত্রী। আপনারা যদি প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে কোনও কথা শুনতে না চান, তাহলেও আমাকে বলতে পারেন।'

এবারও জোড়া কেন্দ্রে প্রার্থী রাহুল

২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠির পাশাপাশি কেরালার ওয়েনাড়েও প্রার্থী হন রাহুল। তিনি ওয়েনাড়ে জয় পেলেও, আমেঠিতে হেরে যান। এবার ওয়েনাড়ের পাশাপাশি রায়বরেলিতেও প্রার্থী হয়েছেন রাহুল। তিনি ফের আমেঠিতে প্রার্থী হবেন কি না, এই জল্পনা চলছিল। সনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ হওয়ায় রায়বরেলি কেন্দ্র খালি হয়ে যায়। সেখানে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার দাবি তোলেন উত্তরপ্রদশের কংগ্রেস নেতা-কর্মীরা। কিন্তু মনোনয়ন পেশের শেষ দিন রায়বরেলির প্রার্থী হিসেবে রাহুলের নাম ঘোষণা করা হয়। কোনও কেন্দ্রেই প্রার্থী হননি প্রিয়াঙ্কা। আমেঠিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হয়েছেন কিশোরীলাল শর্মা। সোমবার আমেঠি ও রায়বরেলিতে ভোটগ্রহণ করা হবে।

Scroll to load tweet…

লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাহুল

এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট জয় পাবে বলে আত্মবিশ্বাসী রাহুল। তাঁর দাবি, ক্ষমতায় ফিরতে পারবেন না মোদী। কেন্দ্র থেকে বিদায় নেবে বিজেপি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

২ দিনের জন্য রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, পঞ্চম দফা নির্বাচনের দিনে চারটি সভা প্রধানমন্ত্রীর

উত্তরপ্রদেশে গো-হারা হারতে চলেছে বিজেপি? জেতা আসন ধরে রাখাই চাপ পদ্ম প্রার্থীদের কাছে-রিপোর্ট

YouTube video player